Wednesday, December 24, 2025

কলকাতায় ফুটবল স্কুল খুলছে ম্যাঞ্চেস্টার সিটি, টেকনো ইন্ডিয়ার সঙ্গে ঐতিহাসিক MOU স্বাক্ষরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

কলকাতায় এবার ফুটবল স্কুল খুলতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। মঙ্গলবার, লন্ডনে হল মউ স্বাক্ষর। বাংলার ক্রীড়া সংস্কৃতিকে বিশ্বের মঞ্চে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মউ সাক্ষরে টেকনোর পক্ষে হাজির ছিলেন সত‍্যম রায়চৌধুরীর ছেলে দেবদূত রায়চৌধুরী। টেকনো ইন্ডিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়ে মুখ্যমন্ত্রীর হাতে ম্যান সিটির জার্সি তুলে দেওয়া হয়। কলকাতার ফুটবলপ্রেম ও ঐতিহ্যের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যান সিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী বলেন, দ্রুত সিদ্ধান্ত, দ্রুত কাজ হয়েছে। দুটি বিশ্ববিদ্যালয় করতে গিয়ে দেখেছি এটা। বাংলায় প্রথম স্পোর্টস স্কুল হবে। ভারতীয় ফুটবলের উন্নতিতে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতায় স্থাপন করতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল।

টেকনো ইন্ডিয়ার পড়ুয়াদের ফুটবলে ট্রেনিং দেবেন ম্যান সিটির কোচরাই। আধুনিক মানের পরিকাঠামো, উন্নত মানের ট্রেনিংয়ে তরুণ ফুটবলার গড়ে তোলাই হবে এই ফুটবল স্কুলের মূল লক্ষ্য। স্কুল চালু হওয়ার সময়ই ইংল্যান্ড থেকে দক্ষ কোচেদের নিয়ে আসা হবে। ম্যাঞ্চেস্টার সিটির তরফে মুখ্যমন্ত্রীকে একটি জার্সিও উপহার দেওয়া হয়।

আরও পড়ুন- পার্কিং নিয়ে ঝামেলা! শান্তিনগরে মহিলাকে প্রকাশ্যে ইট দিয়ে মারধর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...