Friday, August 22, 2025

অল বেঙ্গল তৃণমূল গ্রীন ফায়ার ক্র্যাকারস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন পক্ষ থেকে সারা বাংলা জুড়ে সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের উদ্বোধন হল। দক্ষিণ ২৪পরগনার মহেশতলার বাটানগরের টেকনো ইন্টারন্যাশনাল কলেজে আয়োজন হয় অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও INTTUC এর সহসিভাপতি শক্তিপদ মন্ডল, বজবজ ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস, কাউন্সিলর অলোকা মাইতি এবং ছিলেন ফ্যাক্টরী ডিপার্টমেন্ট-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ার জয়দেব মন্ডল ও অন্যান্যরা।

প্রতিবছরই বাজি কারখানায় আগুন লাগার কারণে বহু মানুষের মৃত্যু হয় এবং হয় ক্ষতি করে। পাশাপাশি পরিবেশ দূষণের পরিমান কমানোর জন্য গ্রীন বাজি বিক্রি যাতে আরো বেশি করে করা যায় তা নিয়ে আজকের এই অনুষ্ঠান। আতসবাজি তৈরি সাথে জড়িয়ে রয়েছে বাংলার বহু মানুষ তাই তাদের বাজি বানানোর সময় যাতে দুর্ঘটনা না ঘটে তা নিয়ে বিভিন্ন সতর্কতামূলক দিক ব্যাখ্যা করে ফ্যাক্টরি ডিপার্টমেন্টের কর্তারা।

মূলত এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন বাজি বিক্রেতারা ও বাজি প্রস্তুতকারকরা। দার্জিলিং, জলপাইগুড়ি পুরুলিয়া,বাঁকুড়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে বাজি প্রস্তুতকারীরা এই অনুষ্ঠানে যোগ দেয়। প্রসঙ্গত, গ্রীন বাজির ব্যবহার এবং বাজি প্রস্তুত করার সাথে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন জায়গায় করার কথা বলেছেন INTTUC এর সহ-সভাপতি শক্তিপদ মন্ডল। তবে প্রশ্ন ওঠে বাজি বানানোর সময় কি কি জিনিস করা উচিত যার ফলে দুর্ঘটনা ঘটবে না? সেই বিষয় এদিনের অনুষ্ঠানে বাজি প্রস্তুতকারকদের বলা হয় প্রত্যেকটা কোম্পানির একটা জায়গা কপার প্লেট থাকবে যেখানে কর্মীরা কাজ শুরুর আগে দুহাত দিয়ে দু মিনিট ওই কপার প্লেট ধরে থাকবেন কারণ মানব শরীরে অনেক সময় ইলেকট্রিক থাকে ফলে ওই কপার প্লেটে হাত দিয়ে থাকলে সেটি বাইপাস হয়ে যায় আর দুর্ঘটনার সম্ভাবনা কমে যায় পাশাপাশি বাজির ফ্যাক্টরীতে ধূমপান করা যাবে না, ফ্যাক্টরীগুলোতে জলের রিজার্ভার থাকবে এবং অগ্নিনির্বাপক রাখতে হবে যথেষ্ট পরিমান রাখতে হবে এবং সবচেয়ে উল্লেখযোগ্য এবার থেকে সূর্যের আলো যতক্ষণ থাকবে ততক্ষণই বাজি তৈরি করা হবে অর্থাৎ অন্ধকারে এবার থেকে আর বাজি তৈরি কাজ হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয় অল বেঙ্গল তৃণমূল গ্রীন ফায়ার ক্র্যাকারস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন পক্ষ থেকে।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version