Friday, May 16, 2025

বিহারে হাতে-হাতে বন্দুক! ভরা রেলস্টেশনে গুলি, মৃত ৩

Date:

Share post:

নীতীশ কুমারের মুখ্যমন্ত্রিত্বে প্রকাশ্যে বন্দুকবাজি হয়েছে নিত্যদিনের ঘটনা। বিজেপির জোট সরকার হাতে হাতে বন্দুক তুলে দিয়ে বিহারকে (Bihar) আতঙ্কের রাজ্যে পরিণত করেছে। এবার ভরা রেলস্টেশনে চলল গুলি। মৃত্যু হল তিনজনের। প্রেমের সম্পর্কের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

বিহারের আরা রেলস্টেশনের (Ara Railway station) ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝের ফুটব্রিজের (footbridge)  উপর আচমকাই মঙ্গলবার রাতে গুলি (firing) চলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বছর ২৩-এর এক যুবক বছর ১৬-র এক কিশোরী ও তার বাবার উপর গুলি (firing) চালায়। পরে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও বিহার (Bihar) পুলিশের আধিকারিকরা।

পুলিশি তদন্তে উঠে এসেছে, বিহারের ভোজপুরের বাসিন্দা আমন কুমার নামে ওই যুবক ওই কিশোরী ও তার বাবাকে অনুসরণ করে আরা স্টেশনে এসে পৌঁছায়। পুলিশের অনুমান, কিশোরীকে তার বাবা স্টেশন থেকে দিল্লিতে যাওয়ার ট্রেনে তুলতে এসেছিলেন। কোনও এক আত্মীয়ের সঙ্গে দিল্লি যাচ্ছিল। সেই সময় আমন ফুটব্রিজে (footbridge) তাদের উপর সামনে থেকে গুলি চালায়।

খুনের রহস্য খুঁজতে প্ল্যাটফর্মের ৪০টি সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে ফুটব্রিজের উপরের সিসিটিভি-র ফুটেজও খতিয়ে দেখা হবে। তবে প্ল্যাটফর্মে কীভাবে বন্দুক নিয়ে চলে এলো যুবক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় ব্যবহার করা বন্দুকটি বাজেয়াপ্ত করে কোথা থেকে সে এই বন্দুক পেল, তা তদন্ত করে দেখা হবে।

spot_img

Related articles

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...