Thursday, August 21, 2025

লন্ডনে হাইকমিশনারকে পাশে নিয়ে বাংলায় লগ্নির ডাক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) লন্ডন (London) শহরের এক অন্যতম উল্লেখযোগ্য দিন গেল মঙ্গলবার। লন্ডনের শিল্প সভায় বিদেশি বিনিয়োগকারীদের সামনে দেশের শিল্পপতিরা একবাক্যে বললেন, মমতার আমলে বাংলায় বদলে গিয়েছে শিল্প উন্নয়নের চেহারা। আর লন্ডনে ভারতের হাইকমিশনারকে পাশে নিয়ে বাংলায় বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। তথ্য দিয়ে জানালেন, কেন পশ্চিমবঙ্গ হবে বিনিয়োগের গন্তব্য।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নেতৃত্বে বাংলার শিল্পের পুনর্জন্ম হয়েছে। তাঁর শিল্পনীতির প্রতিটি ধাপ লগ্নিবান্ধব। এদিন লন্ডনে শিল্পবৈঠকে শিল্প কর্ণধারদের প্রবল প্রশংসার মধ্যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্রিটিশ (British) লগ্নি বাড়ানোর ডাক দিলেন, তখন তাতে বিপুল সাড়া পড়ল। মুখ্যমন্ত্রীর সবিস্তার ব্যাখ্যায় আহ্বান, বাংলায় বিনিয়োগ করুন। ক্ষতি হবে না। লাভ হবে আপনাদের। তিনি বলেন,”আগের সরকারের জন্য গৌরব হারিয়েছিল বাংলা, এখন পুনরুদ্ধার করে দেশের সেরার দিকে এগোচ্ছি।”

বাংলায় শিল্পের জোয়ার। শিল্পবান্ধব পরিবেশে নষ্ট হয় না কাজের দিন। লন্ডনের মাটিতে এই চিত্র তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী। তথ্য দিয়ে জানালেন, ভারতে জিডিপি বৃদ্ধির হার যেখানে ৬.৩৭ শতাংশ, বাংলায় সেটা ৬.৮০ শতাংশ। দেশে বেকারত্ব বাড়ছে। আর বাংলায় ৪৭ শতাংশ বেকারত্ব কমাতে পেরেছি আমরা।

প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় নারী ক্ষমতায়নের উপর জোর দিচ্ছেন মমতা। এদিনের শিল্প সভাতে বাংলার সেই দিকটিও তুলে ধরেন তিনি। বলেন, “আমরা মহিলা ক্ষমতায়নে দেশে এক নম্বরে। অন্যেরা কথায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের কথা বললেও আমাদের দলে ৩৯ শতাংশ নির্বাচিত সাংসদ মহিলা। আমি নিজে সাত বারের সাংসদ, তিন বারের বিধায়ক।”

শিল্পসভায় ডেউচা-পাঁচমির উল্লেখ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘ডেউচার কাজ শেষ হলে আগামী ১০০ বছর বিদ‍্যুৎ নিয়ে কোনও চিন্তা থাকবে না।’’ তাঁর আমলে বাংলার অর্থনৈতিক তথা জীবনযাপনের মানের উন্নতির পরিসংখ্যান দেন মমতা। জানান, ২০১১ সালে যখন তাঁরা সরকারে এসেছিলেন, তখন দারিদ্র্যসীমার নীচে ছিলেন ৫৭ শতাংশ মানুষ। আজ তা কমে দাঁড়িয়েছে ৮ শতাংশে।

এদিনের শিল্প বৈঠকে লন্ডনের শিল্পমহলের প্রায় দেড়শো প্রতিনিধি যোগ দিয়েছিলেন। এর মধ্যে ব্যাংকিং , অর্থনৈতিক সংস্থা, টেকনোলজি সংস্থা, কনসাল্টিং, এনার্জি, ম্যানুফ্যাকচারিং, রিটেল, শিক্ষা সংস্থা সহ একাধিক নামি দামী সংস্থা যোগ দিয়েছিল।

এছাড়াও গ্লোবাল ইনফ্রা, জিইডি ইউ, বিহোল্ড. এআই, বিটি, ভিসুভিয়াস, আইএজি ইন্টারন্যাশনাল এয়ারলাইন গ্রুপ এর মত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলার শিল্প সচিব বন্দনা যাদব।

আরও পড়ুন- কলকাতায় ফুটবল স্কুল খুলছে ম্যাঞ্চেস্টার সিটি, টেকনো ইন্ডিয়ার সঙ্গে ঐতিহাসিক MOU স্বাক্ষরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

 

spot_img

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...