যদি ওরা বল বাড়ায় আমি ছক্কা মারব: অক্সফোর্ডের বক্তৃতার আগে বার্তা মমতার

কুণাল ঘোষ, সফরসঙ্গী

কেউ যদি কাউকে ভুল বুঝিয়ে, ভুল ব্যাখ্যা করে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও প্রশ্ন করেন তাহলে এড়িয়ে না গিয়ে তার সরাসরি জবাব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অক্সফোর্ডের সভার আগে এইভাবেই নিজেকে প্রস্তুত রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে ইতিমধ্যেই উদ্দীপনা তুঙ্গে। ৪৮ ঘণ্টা বাকি থাকতেই সব আসন পূর্ণ হয়ে গিয়েছে। সভায় উপস্থিত থাকার জন্য উপচে পড়ছে আবেদন। আসন ভর্তি হয়ে যাওয়ায় এবার অনলাইনে এই মুহূর্তের সাক্ষী হতে চাইছেন অনেকে। ফলে কেলগ কলেজের তরফে দাওয়া লাইভ স্ট্রিমিং-এ হাজির থাকার চেষ্টা চালাচ্ছেন আগ্রহীরা।

সেই সভায় বক্তব্য রাখার জন্য প্রস্তুত সুবক্তা মমতা। তবে সেখানে তাঁকে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কোনও প্রশ্ন করেন, তাহলে তা এড়িয়ে যাওয়ার কোনও কথাই নেই। বরং তিনি সরাসরি তার জবাব দেবেন। বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, যদি ওরা বল বাড়ায় তাহলে আমি ছক্কা মারব।

লন্ডনে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করেছে বাম, অতিবাম ও বিজেপি। সেই সংক্রান্ত ইমেইল হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে এসেছে বলে সফরের আগেই জানিয়েছিলেন মমতা। আর জি কর কাণ্ডের সময় যেভাবে বাংলাকে বিদেশের মাটিতে ছোট করার অপচেষ্টা চালিয়েছিল অতিবাম এবং বিজেপিদের একাংশ। এবারও সেই ছক চলছে বলে অভিযোগ করে তৃণমূল।

যে কোনও জায়গাতেই নিজের স্টাইলে বক্তব্য রাখেন মমতা। তাঁর কথা সব সময়ই শ্রোতাদের মন ছুঁয়ে যায়। ভাষণের মাঝখানেই দর্শকদের সঙ্গে কথাও বলেন তিনি। তাঁর ভাষণ শুনতে উপচে পড়ে ভিড়। অক্সফোর্ডেও তাঁর ভাষণ ঘিরে ইতিমধ্যেই তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে। সব আসন পূর্ণ। তবে উদ্দেশ্যপ্রণো দিতে ভাবে তাকে প্রশ্ন করা হলে তিনি যে যোগ্য জবাব দেবেন তা একদিন আগেই জানিয়ে দিলেন মমতা।

আরও পড়ুন- মহিলাদের নিয়ে মন্তব্যে শালীনতার সব মাত্রা ছড়ালেন দিলীপ! নিন্দা সব মহলে

_

 

_

 

_

 

_

 

_

 

_