Tuesday, November 4, 2025

ওটা আমাদের ফ্ল্যাট! টেমসের পাড়ে দাঁড়িয়ে ‘মমতা দিদি’কে বাসা চেনালেন ডোনা

Date:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

দুই বঙ্গ তনয়া। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অন্যজন ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক সৌরভ নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguli)। লন্ডনের রাস্তায় একেবারে সাধারণভাবে হেঁটে বেড়ালেন দুজনে। টেমসের ধারে দাঁড়িয়ে দূরের আবাসনে নিজেদের ফ্ল্যাট দেখালেন ডোনা। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটে বেড়ালেন নিজের পরিচিত লন্ডনের রাস্তায়।

সৌরভের কন্যা সানা লন্ডনে লেখাপড়া শেষ করে চাকরি করছেন। তিনি সেখানেই থাকেন। ফেল ডোনা ও সৌরভ প্রায়ই সেখানে গিয়ে থাকেন। সেখানে ফ্ল্যাট রয়েছে মহারাজের। বৃহস্পতিবার, অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী বক্তৃতা শুনতে হাজির থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বুধবার রাতে লন্ডনে আসছেন তিনি। তার আগে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ডোনা। তাঁকে নিয়েই বেরিয়ে পড়েন মমতা। বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেন ডোনা।

হাঁটতে হাঁটতে টেমসের ধারে এসে দাঁড়ান মমতা। সঙ্গে ডোনা। সেখান থেকে দূরে দেখা যায় সৌরভদের লন্ডনের ডেরা। মমতা দিদিকে ডোনা দেখান, ওটা আমাদের ফ্ল্যাট।
আরও খবরমুখ্যমন্ত্রীর আহ্বানে বাংলায় বিনিয়োগে বিপুল সাড়া, লন্ডনে সরকারি-প্রশাসনিক স্তরে বৈঠক

মুখ্য়মন্ত্রীর সঙ্গে থাকা অনেকেই সৌরভের ফ্ল্যাটে চা-পানের কথা বলেন। কিন্তু এতজনকে নিয়ে সেখানে যেতে চাননি মমতা। ফলে সেখানেই বেশ কিছু হেঁটে বেড়ান তাঁরা। ডোনা (Dona Ganguli) জানান, সানা লন্ডনের বাইরে গিয়েছেন। সৌরভও আসেননি এখনও। ফলে তিনি একাই আছে। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটে বেড়াতে তাঁর ভালোই লাগছে। সব সময়েই সবার সঙ্গে মিশে যেতে ভালবাসেন মমতা। মুখ্যমন্ত্রীর ঘেরাটোপ ছেড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে ঘরের মেয়ে, বাড়ির দিদি হয়ে থাকাই তাঁর পছন্দ। সেখানে লন্ডন আর বাংলার কোনও ফারাক নেই। এখানেও পথচলতি ভারতীয় মায়ের কোলে থাকে শিশুকে আদর করেন মমতা।

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version