বুধবার সন্ধেয় গুয়াহাটিতে রাজস্থানের মুখোমুখি হবে কেকেআর। এই মরসুমে নাইটদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। বর্ষাপাড়ায় ম্যাচের আগে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন অজিঙ্ক রাহানরা। গত আইপিএলে গুয়াহাটিতে যখন কেকেআরের ম্যাচ ছিল, সেই সময় কলকাতা নাইট রাইডার্সের বেশ কয়েকজন ক্রিকেটার কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পরে যখন তারা চ্যাম্পিয়ন হন, তখন ফের মা কামাখ্যার আশীর্বাদ নিতে গিয়েছিলেন নাইটরা। এবারও ফের তাই মায়ের শরণে নাইট শিবির।
কেকেআরের সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে থেকে শুরু করে নাইট সিইও ভেঙ্কি মাইসোররা মা কামাখ্যার পুজো দিয়েছেন। ভিডিয়োর শুরুতেই কেকেআরের একজনকে বলতে শোনা গিয়েছে, গুয়াহাটিতে এলে প্রথমেই মা কামাখ্যার আশীর্বাদ নিই আমরা। এ বারও অ্যাওয়ে মরসুম শুরু করার আগে কেকেআরের প্লেয়ার, সাপোর্ট স্টাফরা পৌঁছে গিয়েছে মা কামাখ্যার মন্দিরে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।
কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর জানান, টিমের অনেকেই সেখানে এসেছেন মা কামাখ্যার আশীর্বাদ নিতে। তিনি বলেছেন, গত মরসুমে কেকেআরের অনেক ক্রিকেটার কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। এরপর নাইটরা চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি নিয়ে মা কামাখ্যার কাছে গিয়েছিলেন ক্রিকেটাররা। এবারও তার ব্যতিক্রম হল না।
জয় মা কামাখ্যা 🙏🏆
Here to seek blessings again! 🛕 pic.twitter.com/lFCr2rxoPX
— KolkataKnightRiders (@KKRiders) March 26, 2025
–
–
–
–
–
–
–
–
–