Friday, May 16, 2025

ব্রিটেনে শিল্পনীতির জয়জয়কার: বুধে বাণিজ্যে সরকারি সহযোগিতার পথ খোঁজার পালা মমতার

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

শিল্পবান্ধব বাংলার সুনাম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS) বারবার তুলে ধরেছেন বিভিন্ন শিল্পপতিরা। সেই সাফল্যের রেশই প্রসারিত হয়েছে সুদূর লন্ডনের (London) মাটিতে। জমি থেকে শ্রমদিবস নষ্ট না করে আজ শিল্পের সেরা গন্তব্য বাংলা, মঙ্গলবারের শিল্প সম্মেলনে তা স্পষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে থাকার বার্তা দিয়েছেন একাধিক শিল্পপতি। এবার পালা সরকারি বন্ধ দরজা খুলে সেই আন্তর্জাতিক বাণিজ্যকে বাস্তবায়িত করা। সেই লক্ষ্যে বুধবার সরকারি স্তরে বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এক সফরে অনেক কাজ করে ঘরে ফেরার পরিকল্পনা করেই লন্ডন (London) গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই পৌঁছে রবিবার জেট ল্যাগ কাটিয়ে ওঠা পর্যন্ত তাঁকে কিছুটা থিতু হতে দেখা গেলেও তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে লাগাতার বাংলার উন্নয়নে ঝাঁপিয়ে পড়া। ভারতীয় হাইকমিশনের (Indian High Commissioner) হাই-টি থেকে ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (UKIBS) বৈঠকে শিল্পবান্ধব বাংলার ছবিই তুলে ধরার পথে হেঁটেছেন মমতা। এবার পালা সরকারি সুযোগ সুবিধার পথ তৈরি করা। বুধবার সেই লক্ষ্যেই নিজের গোটা প্রশাসনিক দল নিয়ে ব্রিটেনের সরকারি স্তরে (Government-to-Government) বৈঠক করবেন তিনি।

মঙ্গলবারের বৈঠকে লন্ডন-বাংলা সরাসরি উড়ানের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পথ খুলেছে শিক্ষা ও খেলাধূলার ক্ষেত্রেও। এবার সেই সব প্রকল্পে কোথাও সরকারি স্তরে কোনও জটিলতা থাকলে তা কাটাতে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে নিজের উদ্যোগেই পথ প্রশস্ত করার কাজে (G-to-G) বাংলার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সরাসরি ব্রিটেনের প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পথও এই বৈঠকে প্রশস্ত করার কাজ করবেন বাংলার মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...