Friday, January 30, 2026

ব্রিটেনে শিল্পনীতির জয়জয়কার: বুধে বাণিজ্যে সরকারি সহযোগিতার পথ খোঁজার পালা মমতার

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

শিল্পবান্ধব বাংলার সুনাম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS) বারবার তুলে ধরেছেন বিভিন্ন শিল্পপতিরা। সেই সাফল্যের রেশই প্রসারিত হয়েছে সুদূর লন্ডনের (London) মাটিতে। জমি থেকে শ্রমদিবস নষ্ট না করে আজ শিল্পের সেরা গন্তব্য বাংলা, মঙ্গলবারের শিল্প সম্মেলনে তা স্পষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে থাকার বার্তা দিয়েছেন একাধিক শিল্পপতি। এবার পালা সরকারি বন্ধ দরজা খুলে সেই আন্তর্জাতিক বাণিজ্যকে বাস্তবায়িত করা। সেই লক্ষ্যে বুধবার সরকারি স্তরে বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এক সফরে অনেক কাজ করে ঘরে ফেরার পরিকল্পনা করেই লন্ডন (London) গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই পৌঁছে রবিবার জেট ল্যাগ কাটিয়ে ওঠা পর্যন্ত তাঁকে কিছুটা থিতু হতে দেখা গেলেও তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে লাগাতার বাংলার উন্নয়নে ঝাঁপিয়ে পড়া। ভারতীয় হাইকমিশনের (Indian High Commissioner) হাই-টি থেকে ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (UKIBS) বৈঠকে শিল্পবান্ধব বাংলার ছবিই তুলে ধরার পথে হেঁটেছেন মমতা। এবার পালা সরকারি সুযোগ সুবিধার পথ তৈরি করা। বুধবার সেই লক্ষ্যেই নিজের গোটা প্রশাসনিক দল নিয়ে ব্রিটেনের সরকারি স্তরে (Government-to-Government) বৈঠক করবেন তিনি।

মঙ্গলবারের বৈঠকে লন্ডন-বাংলা সরাসরি উড়ানের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পথ খুলেছে শিক্ষা ও খেলাধূলার ক্ষেত্রেও। এবার সেই সব প্রকল্পে কোথাও সরকারি স্তরে কোনও জটিলতা থাকলে তা কাটাতে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে নিজের উদ্যোগেই পথ প্রশস্ত করার কাজে (G-to-G) বাংলার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সরাসরি ব্রিটেনের প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পথও এই বৈঠকে প্রশস্ত করার কাজ করবেন বাংলার মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...

আজকের রাশিফল

মেষ: পথে আজ সামান্য কাঁটা থাকতে পারে, তবে ঘাবড়াবেন না। কলম যাঁদের হাতিয়ার, তাঁদের জন্য আজ সাফল্যের দিন।...

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...