Friday, November 7, 2025

উদ্বেগ নয়, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে কেকেআর: ভরত অরুণ

Date:

আইপিএলে আজ, বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের এটি হোম ম্যাচ।যদিও কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ বলছেন, গুয়াহাটি কেকেআরেরই সেকেন্ড হোম। কারণ, তা কলকাতার কাছেই। ভাষাগত মিলও রয়েছে।ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও সেই হারে নাইট শিবিরে যে উদ্বেগ নেই সেটাই জোরালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ। রাজস্থান রয়্যালসের পর কেকেআর মুম্বইয়ে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তারপর দুটি হোম ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

ভরত অরুণ এদিন বলেন, আমরা প্রথম ম্যাচে হারায় উদ্বেগে নেই। তবে প্রথম ম্যাচ জিততে পারলে সব সময়ই ভালো হয়। তবু ওই ম্যাচ থেকে আমরা বেশ কিছু ইতিবাচক দিক পেয়েছি। আমাদের আরও কিছু বেশি রান তোলা উচিত ছিল। বিশেষ করে ব্যাটিংয়ের শেষের দিকে। রাজস্থান রয়্যালস ২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তুলেছিল ৬ উইকেটে ২৪২। ফলে রাজস্থানকে বেশ সমীহই করছে কেকেআর। রিয়ান পরাগ রাজস্থানকে নেতৃত্ব দেবেন। রিয়ান অসমেরই ক্রিকেটার।

প্রথম ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে কেকেআর চ্যাম্পিয়ন দলের মতোই ঘুরে দাঁড়াবে বলে নিশ্চিত অরুণ। তিনি বলেন, সব দল ভালো ব্যাট করছে। বোলিং করছে। প্রতিটি দলেই ভালো ভারসাম্য রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাল খেলে যারা তা নিজেদের দিতে ছিনিয়ে আনতে পারবে তারাই ম্যাচ জিতবে। গেমপ্ল্যান একটাই, ম্যাচ জেতা। ২০২৩ সাল থেকে এখানে ১টি টি২০ আন্তর্জাতিক ও চারটি আইপিএল ম্যাচ হয়েছে। সামগ্রিকভাবে পাঁচটি টি২০-র পরিসংখ্যান অনুযায়ী, এই স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড় স্কোর ১৯৮। পেসার ও স্পিনাররা প্রায় সমান সাফল্য পেয়েছেন। তাি আজকের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

 

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version