Wednesday, August 27, 2025

অপেক্ষার অবসান, পুনর্বাসন পেলেন কালীঘাট হকার্স মার্কেটের ব্যবসায়ীরা

Date:

কালীঘাট স্কাইওয়াক (Kalighat Skywalk) তৈরির জন্য রিফিউজি হকার্স মার্কেটের ( Hawkers Market)ব্যবসায়ীদের অন্যত্র সরানো হয়েছিল। ২০২১ সালের শুরু থেকে তাঁরা অস্থায়ী ভাবে যতীন দাস (হাজরা) পার্কে পুনর্বাসন পান। তবে কলকাতা পুরসভা (KMC)প্রতিশ্রুতি দিয়েছিল যত দ্রুত সম্ভব তাঁদের পুরোনো জায়গায় ফিরিয়ে আনা হবে। কথা রাখল কেএমসি। চার বছর পর নিজেদের নতুন ঠিকানার চাবি হাতে পেলেন কালীঘাট হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। বুধবার ব্যবসায়ীর হাতে চাবি তুলে দেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar)ও স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীরকুমার মুখোপাধ্যায়। কালীঘাট স্কাইওয়াক নির্মাণের পাশাপাশি নতুন হকার্স মার্কেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই মার্কেটের ১৭৫ জন ব্যবসায়ীর হাতে চাবি তুলে দিতে পেরে খুশি স্বয়ং বিধায়কও।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে যে প্রায় ১৫ হাজার বর্গফুটের বেশি জায়গার উপর তৈরি এই পাঁচতলা ভবনে আধুনিক পরিকাঠামো রয়েছে। এক ও দোতলায় রয়েছে পুরসভার অফিস এবং কিছু হকারের দোকান। তৃতীয়- চতুর্থ গড়ে উঠেছে সম্পূর্ণ হকার্স মার্কেট। পাঁচতলায় পুরসভার আলোক বিভাগের দফতর থাকছে। কালীঘাট স্কাইওয়াক, হকার্স মার্কেট সহ গোটা এলাকার উন্নয়নে খরচ হয়েছে ৮২ কোটি টাকার কিছু বেশি। পুরসভার আধিকারিকরা মনে করছেন নতুন মার্কেটটি আধুনিক মানের এবং এখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় ক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সময়ের সঙ্গে সঙ্গে এই মার্কেটও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী বিক্রেতারাও।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version