Sunday, May 4, 2025

আইপিএলের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল নাইটরা। কামাখ্যা মায়ের আশীর্বাদ যে তাদের সঙ্গে আছে কাকতালীয়ভাবে তা ফের প্রমাণিত। শেষ পর্যন্ত দুরন্ত জয়ের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ৮ উইকেটের দুরন্ত জয় পেলেন অজিঙ্ক রাহানের দল। কেকেআরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন কুইন্টন ডিকক (Quinton de Kock)। তিনি ৬১ বলে অপরাজিত ৯৭ রান করে দলকে কাঙ্খিত জয় পাইয়ে দেন।

এদিন রাজস্থান প্রথমে ব্যাট করে ১৫১/৯ রান তুলেছিল, যা সহজেই টপকে যায় কেকেআর ১৫ বল বাকি থাকতেই। জয়ের লক্ষ্যে ১৫২ রান তাড়া করতে নেমে কেকেআরের ওপেনিং জুটি খুব ভালো শুরু করতে পারেনি।

মইন আলি (Moeen Ali) ১২ বলে ৫ রান করে আউট হন। অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) ১৫ বলে ১৮ রান করে ফেরেন।ডিককের দুরন্ত ইনিংস (৯৭ রান, ৬১ বল, ৮ চার, ৬ ছক্কা) দলের জয় নিশ্চিত করে। অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) অপরাজিত ২২ রান করে ম্যাচ শেষ করেন।

রাজস্থান রয়্যালসের ব্যাটাররা প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। গুয়াহাটির পিচে এমনিতেই ব্যাটিং করা কঠিন। কেকেআরের স্পিনাররা দারুণ পারফরম্যান্স করেছেন। বর্ষাপারা স্টেডিয়ামের উইকেট স্পিনারদের জন্য সহায়ক ছিল, যার পুরো সুযোগ নিয়েছে কেকেআর।

বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) – ১৭ রানে ২ উইকেট নেন। মইন আলি (Moeen Ali) – ২৩ রানে ২ উইকেট নেন।বৈভব অরোরা (Vaibhav Arora) – ৩৩ রানে ২ উইকেট ঝুলিতে ভরেন।
হর্ষিত রানা (Harshit Rana) – ৩৬ রানে ২ উইকেট
তবে স্পেনসার জনসন (Spencer Johnson) ৪২ রান খরচ করে মাত্র ১ উইকেট নেন।

শরীর ভাল না থাকায় বুধবার কেকেআরের হয়ে খেলতে পারেননি নারাইন। ২০২১ সালের পর এই প্রথম তিনি কেকেআরের কোনও ম্যাচে মাঠে নামতে পারলেন না। তার পরিবর্ত হিসাবে কলকাতার প্রথম একাদশে আসেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন। তিনি বল হাতে নারাইনের অভাব ঢেকে দিলেন। ভাল বল করলেন বরুণ চক্রবর্তীও। নাইটদের স্পিনের জোড়া ফলার সামনে অস্বস্তিতে দেখাল রাজস্থানের ব্যাটারদের।

 

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version