Monday, August 25, 2025

আজ অক্সফোর্ডে বক্তব্য মমতার, প্রশ্নের বাউন্সারে ওভারবাউন্ডারি হাঁকাতে তৈরি মুখ্যমন্ত্রী

Date:

আজ ঐতিহ্যশালী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (University of Oxford) বক্তব্য রাখতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের প্রশাসনিক প্রধানের লন্ডন সফরের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই বিশেষ দিন, ২৭ মার্চ ২০২৫। বৃহস্পতিবার বাংলার সৃষ্টি-কৃষ্টি, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যের কথা ইংরেজ ভূমিতে তুলে ধরবেন মমতা। নারী ক্ষমতায়ন এবং বাংলায় উন্নয়ন মডেলের কথা তাঁর মুখ থেকে শুনতে চায় ব্রিটেন। অনুষ্ঠান ইতিমধ্যেই হাউসফুল। কিন্তু বাম, অতিবাম ও বিজেপি যেভাবে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল তারপর অক্সফোর্ডের বক্তৃতা অনুষ্ঠানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিঘ্ন ঘটানোর চেষ্টা হবে না তো? মমতা জানেন, আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের প্রশ্ন ধেয়ে আসতে পারে তাঁর দিকে। কিন্তু বাংলার নিজের মেয়ে স্টেপ আউট করে প্রশ্নের বাউন্সারে ছক্কা হাঁকাতে তৈরি। তাইতো অনুষ্ঠান শুরুর ২৪ ঘণ্টা আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন, “ওরা বল দিলে আমি ব‍্যাট চালাব। ছক্কা মারব!”

বৃহস্পতিবার লন্ডনের হিম ভেজা বাতাসে রাজনৈতিক প্রশ্নের উষ্ণতা ছড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এইসব নিয়ে তাপ -উত্তাপ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনি মনে করেন, গণতন্ত্রে সকলেই প্রশ্ন করতে পারেন। পাশাপাশি ভিন্ন মতকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। আরজি কর কাণ্ডের সময় যেভাবে বাংলাকে বিদেশের মাটিতে ছোট করার অপচেষ্টা চালিয়েছিল অতিবাম এবং বিজেপির একাংশ, এবারও সেই ছক কষা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল (TMC) । তবে তৈরি মুখ্যমন্ত্রীও। বলছেন, “নথি আমার কাছেও আছে, জবাব দিতে আমিও জানি।” যে কোনও জায়গাতেই নিজের স্টাইলে বক্তব্য রাখেন মমতা। তাঁর কথা সব সময়ই শ্রোতাদের মন ছুঁয়ে যায়। ভাষণের মাঝখানেই দর্শকদের সঙ্গে আলাপচারিতা জমিয়ে দেন। তাঁর ভাষণ শুনতে উপচে পড়ে ভিড়। অক্সফোর্ডেও (University of Oxford)তাঁর ভাষণ ঘিরে ইতিমধ্যেই তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে। সব আসন পূর্ণ। জানা যাচ্ছে অনেকেই আবার ওয়েটিং লিস্টে রয়েছেন। চড়ছে উন্মাদনার পারদ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই বিলেতের মাটিতে বাংলার কথা বলবেন মমতা, কাউনডাউন শুরু।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version