Sunday, November 2, 2025

‘মাস্টারমাইন্ড’ পার্থর নির্দেশেই ওএমআর শিট নষ্ট, জামিনের বিরোধিতা সিবিআইয়ের

Date:

পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই নষ্ট করা হয়েছে ওএমআর শিট। এই প্রথম ওএমআর শিট নষ্টে পার্থর ভূমিকা  উল্লেখ করে বৃহস্পতিবার আদালতে জামিনের বিরোধিতা করল সিবিআই। তদন্তকারী দলের আইনজীবী বলেন, পার্থ মন্ত্রী ছিলেন। তিনিই মাস্টারমাইন্ড। তার নেতৃত্বেই দুর্নীতি হয়েছে।

এরই পাশাপাশি, সিবিআইয়ের দাবি, ৭৫২ জনের একটি তালিকা পাওয়া গিয়েছে। এই তালিকাটি পার্থকে পাঠিয়েছিলেন মানিক ভট্টাচার্য। তালিকায় যাদের নাম ছিল তারা প্রত্যেকেই অযোগ্য। কাউকেই ইন্টারভিউ করা হয়নি। নথি খতিয়ে দেখার পর নম্বর দিতে হয়। পার্থর কথায় নষ্ট করে দেয়া হয় কয়ে ওএমআর শিট।

এদিন আদালতে সিবিআই দাবি করে, এই পুরো ঘটনার সঙ্গে অনেক রাজনৈতিক প্রভাবশালী যুক্ত আছেন। তাই পার্থ জামিন পেলে তদন্ত বিঘ্নিত হবে। সিবিআইয়ের দাবি, ১৫ জনের একটি তালিকা দেন পার্থ। তার মধ্যে ১০ জনকে সম্পূর্ণ বেআইনিভাবে নিয়োগ করা হয়। এছাড়া, ওয়ার হাউস থেকে ৩২১ জনের একটি তালিকা পাওয়া যায়।এই তালিকাটি তিনি মানিককে পাঠিয়েছিলেন। সেই তালিকা থেকে ১৩৪ জনকে নিয়োগ হয়েছে।তদন্তকারীদের অনুমান, বিভিন্ন ‘প্রভাবশালী’ ব্যক্তিই তাঁদের নাম সুপারিশ করেছিলেন। অনুমানের কারণ, নথিতে সেই সব ‘প্রভাবশালী’র নাম-পরিচয়ের উল্লেখ রয়েছে। সেই সূত্র ধরেই এ বার ওই তালিকায় থাকা রাজনৈতিক ব্যক্তিত্বদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

প্রসঙ্গত, ২০২২ এর জুলাই মাস থেকে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। প্রথমে ইডি এবং পরবর্তী সময়ে সিবিআই তাকে গ্রেফতার করে। এর আগে বহুবার অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করলেও, বারবারই তা খারিজ হয়ে যায়। এই মামলার রায়দান ৩ এপ্রিল।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version