Monday, November 3, 2025

মোদি আমন্ত্রণ গ্রহণ করে ভারতে আসছেন পুতিন! জানালেন রুশ বিদেশমন্ত্রী

Date:

Share post:

ভালো সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে। ভারত সফরে আসছেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এই সংবাদ জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। রুশ সংবাদ সংস্থা ‘তাস’-এর খবর অনুযায়ী, পুতিনের ভারত সফরের পরিকল্পনার কথা আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের আলোচনাসভায় জানিয়েছেন লাভরভ।

গত বছর ২বার রাশিয়া গিয়েছেন ভারতের (India) প্রধানমন্ত্রী। জুলাইয়ে রাশিয়া গিয়ে পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। এর ফের ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অক্টোবরে রাশিয়ায় গিয়েছিলেন মোদি। সেই সময় পুতিনের সঙ্গে তাঁর আলাদা করে বৈঠকও হয়। বৃহস্পতিবার রুশ আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল আয়োজিত ‘রাশিয়া ও ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক অধ্যায়’ শীর্ষক আলোচনায় রুশ বিদেশমন্ত্রী জানান, “ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট পুতিন। সেই সফরের প্রস্তুতি চলছে।“ লাভরভের কথায়, পুতিনের সফরে নয়াদিল্লি-মস্কো কৌশলগত সম্পর্কে নতুন সমীকরণের সূচনা হবে। তিনি বলেন, “গত বছর পুনর্নির্বাচিত হওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) তাঁর প্রথম বিদেশ সফর করেছিলেন রাশিয়ায়। এবার তাঁর আমন্ত্রণে আমাদের সাড়া দেওয়ার পালা।“

আমেরিকা-সহ নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই রাশিয়াকে একঘরে করার চেষ্টা করেছে। মস্কোর বিরুদ্ধে নানা অজুহাতে একাধিক অর্থনৈতিক অবরোধও জারি করেছে মার্কিন প্রশাসন। এই পরিস্থিতিতে পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানালেও রাশিয়ার বিরুদ্ধে যায়, সরাসরি এমন কোনও সিদ্ধান্তে নেয়নি ভারত। এবার পুতিনের ভারত সফর ঘিরে কী রাজনৈতিক সমীকরণ হয়- সেটাই দেখার।
আরও খবরপুতিনের অসুস্থতার জল্পনাকে আরও উসকে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি!

spot_img

Related articles

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...