Monday, December 15, 2025

মোদি আমন্ত্রণ গ্রহণ করে ভারতে আসছেন পুতিন! জানালেন রুশ বিদেশমন্ত্রী

Date:

Share post:

ভালো সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে। ভারত সফরে আসছেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এই সংবাদ জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। রুশ সংবাদ সংস্থা ‘তাস’-এর খবর অনুযায়ী, পুতিনের ভারত সফরের পরিকল্পনার কথা আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের আলোচনাসভায় জানিয়েছেন লাভরভ।

গত বছর ২বার রাশিয়া গিয়েছেন ভারতের (India) প্রধানমন্ত্রী। জুলাইয়ে রাশিয়া গিয়ে পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। এর ফের ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অক্টোবরে রাশিয়ায় গিয়েছিলেন মোদি। সেই সময় পুতিনের সঙ্গে তাঁর আলাদা করে বৈঠকও হয়। বৃহস্পতিবার রুশ আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল আয়োজিত ‘রাশিয়া ও ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক অধ্যায়’ শীর্ষক আলোচনায় রুশ বিদেশমন্ত্রী জানান, “ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট পুতিন। সেই সফরের প্রস্তুতি চলছে।“ লাভরভের কথায়, পুতিনের সফরে নয়াদিল্লি-মস্কো কৌশলগত সম্পর্কে নতুন সমীকরণের সূচনা হবে। তিনি বলেন, “গত বছর পুনর্নির্বাচিত হওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) তাঁর প্রথম বিদেশ সফর করেছিলেন রাশিয়ায়। এবার তাঁর আমন্ত্রণে আমাদের সাড়া দেওয়ার পালা।“

আমেরিকা-সহ নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই রাশিয়াকে একঘরে করার চেষ্টা করেছে। মস্কোর বিরুদ্ধে নানা অজুহাতে একাধিক অর্থনৈতিক অবরোধও জারি করেছে মার্কিন প্রশাসন। এই পরিস্থিতিতে পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানালেও রাশিয়ার বিরুদ্ধে যায়, সরাসরি এমন কোনও সিদ্ধান্তে নেয়নি ভারত। এবার পুতিনের ভারত সফর ঘিরে কী রাজনৈতিক সমীকরণ হয়- সেটাই দেখার।
আরও খবরপুতিনের অসুস্থতার জল্পনাকে আরও উসকে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি!

spot_img

Related articles

গো-বলয়ে নেতৃত্ব বদল! কার্যকরী সভাপতি বিহার থেকে বেছে বার্তা বিজেপির

লোকসভা নির্বাচনের পর থেকে নিজেদেরই ব্যর্থতায় নিজেদেরই নীতিভ্রষ্ট বিজেপি। বিজেপি নিজেদের দলেই মেনে এসেছে সব সময় এক ব্যক্তি...

ডিসেম্বরের মাঝামাঝি শীতের আমেজ নিয়ে সন্তুষ্ট বাংলা, কুয়াশার দাপট

ডিসেম্বরের মাঝামাঝি শীত পড়া নিয়ে সন্তুষ্টি পেলেও বাঙালির জাঁকিয়ে শীত এখনও অধরা। আবহাওয়াবিদদের মতে তার একটা বড় কারণ...

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই...

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...