Sunday, August 24, 2025

আইপিএল-এ প্রথম জয়, জয়ের জন্য কাদের কৃতিত্ব দিলেন নাইট অধিনায়ক ?

Date:

গতকাল ২০২৫ আইপিএল-এ প্রথম জয় পায় কলকাতা নাইট রাইডার্স । রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ প্রথম জয় তুলে নেয় কেকেআর। আর দলের এই জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিলেন নাইট অধিনায়ক অজিঙ্কে রাহানে।

ম্যাচ শেষে রাহানে বলেন, “ পাওয়ার প্লের প্রথম ছ’ওভার আমরা বেশ ভাল বল করেছি। গোটা দুয়েক উইকেটও নিতে পেরেছি আমরা। তারপর গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলোয় আমাদের দুই স্পিনার বেশ ভাল বল করল। সুনীল নারিন খেলতে পারেনি। মইন আলি সুযোগ দারুণ ভাবে কাজে লাগাল। বরুণ চক্রবর্তীও প্রত্যাশামতো বল করেছে।“ এখানেই না থেমে রাহানে আরও বলেন, “ এই ধরনের ক্রিকেটে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ। আগ্রাসী ব্যাটিং প্রয়োজন। তবে আসল কৃতিত্ব আমাদের বোলারদেরই। সব সময় উইকেট নেওয়ার চেষ্টা করেছে আমাদের বোলারেরা। মার খাওয়ার ভয়ে রক্ষণাত্মক বল করেনি। পরিকল্পনা অনুযায়ী উইকেট তুলে নিয়েছে মইন। ওকে আমরা ব্যাটিংয়ের ক্ষেত্রেও সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে ওপেন করতে পাঠিয়েছিলাম। ব্যাট হাতে হয়তো তেমন কিছু করতে পারেনি। তবে বল হাতে দুর্দান্ত পারফর্ম করল।“

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ১৫১ রান করে রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কেকেআর। নাইটদের হয়ে দুরন্ত ইনিংস খেলে কুইন্টন ডি’কক। ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি।

আরও পড়ুন- তাঁর দাপুটে ব্যাটিং-এই প্রথম জয় কলকাতার, নাইটদের হয়ে দুরন্ত ইনিংস খেলে কী বললেন ডি’কক?

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version