Sunday, November 2, 2025

কাঁথি সমবায় কৃষি-গ্রামীণ ব্যাঙ্কের ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবির মামলা খারিজ হাই কোর্টে

Date:

কাঁথি সমবায় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচনে রাজি নয় কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার, হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই মামলার কোনও গ্রহণযোগ্যতাও নেই। শনিবার কাঁথির কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনের আগে এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এটা জনস্বার্থ মামলা নয়। প্রয়োজনে সুপ্রিম কোর্টে (Supreme Court) যেতে পারেন মামলাকারী।

কাঁথির কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে (Election) ব্যাপক গোলমাল হতে পারে- এই আশঙ্কা কথা জানিয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক স্বপন বেরা। এই কারণে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানান।

কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে এর আগে মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই উদাহরণ দেখিয়ে ওই এলাকায় সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করা হয়। মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য, ফের কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের পক্ষে সওয়াল করেন। পাল্টা রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, শুধু অনুমান করলেই হয় না। কেন কেন্দ্রীয় বাহিনী চাওয়া হচ্ছে প্রমাণ দিতে হবে। পুলিশ যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে বলে দাবি করে এজি কিশোর দত্ত।

দুপক্ষে শোনার পরে শুধু কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর আবেদন নাকচ নয়, মামলাটিই খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version