Thursday, August 21, 2025

কাঁথি সমবায় কৃষি-গ্রামীণ ব্যাঙ্কের ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবির মামলা খারিজ হাই কোর্টে

Date:

কাঁথি সমবায় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচনে রাজি নয় কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার, হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই মামলার কোনও গ্রহণযোগ্যতাও নেই। শনিবার কাঁথির কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনের আগে এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এটা জনস্বার্থ মামলা নয়। প্রয়োজনে সুপ্রিম কোর্টে (Supreme Court) যেতে পারেন মামলাকারী।

কাঁথির কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে (Election) ব্যাপক গোলমাল হতে পারে- এই আশঙ্কা কথা জানিয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক স্বপন বেরা। এই কারণে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানান।

কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে এর আগে মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই উদাহরণ দেখিয়ে ওই এলাকায় সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করা হয়। মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য, ফের কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের পক্ষে সওয়াল করেন। পাল্টা রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, শুধু অনুমান করলেই হয় না। কেন কেন্দ্রীয় বাহিনী চাওয়া হচ্ছে প্রমাণ দিতে হবে। পুলিশ যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে বলে দাবি করে এজি কিশোর দত্ত।

দুপক্ষে শোনার পরে শুধু কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর আবেদন নাকচ নয়, মামলাটিই খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version