Tuesday, November 4, 2025

গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচের আর্জি অর্জুনের

Date:

ভাটপাড়ায় বোমা-গুলি কাণ্ডের দিনে দু’বার পুলিশ তাকে নোটিশ দিয়ে থানায় হাজিরা দিতে বলেছিল৷ তবে দুটি নোটিশের কোনওটাতেই সাড়া দেননি ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ৷ তিনি হাজিরা না দেওয়ায় বৃহস্পতিবার জগদ্দল থানার পুলিশ তার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে এবং কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে। এরপরেই গ্রেফতারির আশঙ্কা করছেন অর্জুন সিং। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচের আর্জি জানিয়েছেন তিনি৷

অর্জুন সিং আবেদন করেছেন, পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তাকে যেন গ্রেফতার করা না হয়, এই মর্মে পুলিশকে নির্দেশ দিক আদালত৷ ব্যারাকপুরের এই বিজেপি নেতার অভিযোগ, তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ এখনও সে ব্যাপারে এফআইআর দায়ের করেনি। উলটে তার বিরুদ্ধে অন্য মামলায় সক্রিয় হয়েছে পুলিশ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করতে অনুমতি দিয়েছেন অর্জুন সিং-কে ।

তার আইনজীবী এদিন আদালতে অভিযোগ করেন, তার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে। তিনি অভিযোগ করেছেন, কিন্তু তা নিয়ে পুলিশ তৎপর নয়। উলটে তাকেই নোটিশ পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। অর্জুন যেতে পারবেন না বলে জানানোর পরে ফের নোটিশ দেওয়া হয় তাকে৷ সেবারও তিনি না যওয়ায় পুলিশ তার বাড়িতে যায়। অর্জুন সিং অভিযোগ জানালেও সেটি এখনও এফআইআর হিসেবে গ্রহণ করা হয়নি । অর্জুন সিং কেন্দ্রীয় নিরাপত্তা পান এবং শুধু বিরোধী দলের নেতা বলেই পুলিশ তার এফআইআর নিচ্ছে না, বলে তিনি অভিযোগ করেন।আদালত অর্জুনকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে ৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে৷

 

 

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version