Thursday, August 28, 2025

আদালতে মুখ পুড়ল বিজেপির।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি কর্মসূচিতে হামলার অভিযোগ নিয়ে আদালতে যায় বঙ্গ বিজেপি। আর সেই হামলা প্রমাণ করতে একটি ভিডিও ফুটেজ আদালতে পেশ করে।কলকাতা হাইকোর্টে(kolkata highcourt) সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ফুটেজ চালানো হয়। আর তা দেখার পর, বিজেপিকে ভর্ৎসনা করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সাফ জানিয়ে দেন অভিযোগ নিয়েই সংশয় আছে।এরপরই তার নির্দেশ, এই অভিযোগের ভিত্তিতে আরও স্পষ্ট ভিডিও ফুটেজ(vedio footage) আদালতে পেশ করতে হবে। ফলে বিজেপি যা প্রমাণ করতে চেয়েছিল, তা বুমেরাং হয়ে তাদের কাছেই ফিরে আসে।

চলতি বছরের ১৯ মার্চের একটি ঘটনা নিয়ে আদালতে গিয়েছে বিজেপি।ওই দিন বারুইপুরে দলীয় কর্মসূচি ছিল রাজ্যের বিরোধী দলনেতার। আবার তার মাত্র ১০০ মিটারের মধ্যেই তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি ছিল।বিষয়টি শুনে অবাক হয়ে যান বিচারপতিও। দু’টি বিরোধী রাজনৈতিক দলের অনুষ্ঠান একই দিনে, একই সময়ে, প্রায় একই জায়গায় হওয়ায় তিনি অবাক হয়ে যান।

ওই দিন বিরোধী দলনেতা বিক্ষোভের সামনে পড়েন।বিজেপি কর্মীরা এর দায় শাসকদলের ওপর চাপায়। এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়।বিচারপতি জানতে চান, একই জায়গায় কীভাবে এই দু’টি কর্মসূচির অনুমতি দেওয়া হল। রাজ্যের আইনজীবী জানান, রাজনৈতিক কর্মসূচির ‘অনুমতি দিলেও দোষ, না দিলেও দোষ!তিনি আরও বলেন, কেউ যদি রাজনৈতিক বিরোধিতা প্রদর্শনের জন্য বিক্ষোভ দেখান, সেটা তো অন্যায় নয়।এরপরই ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজ দেখতে চান বিচারপতি ঘোষ। আর তখনই প্রশ্ন ওঠে বিজেপির করা অভিযোগ নিয়ে। বিজেপির পেশ করা সেই দিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, এই ফুটেজে কিছুই দেখা যাচ্ছে না। এই ফুটেজ দেখে মনে হচ্ছে, পুলিশ আপনাদেরই বাঁচানোর চেষ্টা করছে।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version