আদালতে ৩ পাতার ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিল CBI, নজরে ৩ জনের কল ডিটেলস

আর জি কর ধর্ষণ-খুন মামলায় শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে ৩ পাতার ‘স্টেটাস রিপোর্ট’ (Status Report) জমা দিল CBI। তদন্তে বেশ কয়েক জনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের কল ডিটেলস তদন্তকারীদের নজরে রয়েছে। সে সবই রিপোর্ট জানানো হয়েছে বলে সূত্রের খবর।

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তে CCTV ফুটেজ দেখে বেশ কয়েকজনকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। নতুন করে ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। নতুন করে তিন জনের কল ডিটেলস দেখা হচ্ছে। আর জি কর হাসপাতালের আরও কয়েকটি জায়গার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে রিপোর্টে জানিয়েছে সিবিআই।

এদিন, আদালতে সিবিআই জানিয়েছে আরজি কর-কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নতুন তথ‍্য প্রমাণ পেলে জানানো হবে। ১৬ এপ্রিল সন্দীপ এবং অভিজিৎকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর সিবিআইকে ২৮ এপ্রিল পরবর্তী ‘স্টেটাস রিপোর্ট’ (Status Report) দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মৃতার বাবা বলেন, নতুন করে তদন্তের প্রমাণ সিবিআই এদিন আদালতে পেশ করেছে। তবে আরও দ্রুত তাঁরা তদন্তের ফল জানতে চান। বিচারক তাঁদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন অভয়ার বাবা।
আরও খবরঅবসরের ৪দিন আগে যাদবপুরের উপাচার্যকে অপসারণ রাজ্যপালের! অচলাবস্থা তৈরিতে ক্ষুব্ধ ব্রাত্য