Friday, January 16, 2026

সভা বানচালের ছক উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা, চ্যালেঞ্জ ছুড়ে বললেন, “আবার আসব”

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

আগে থেকেই ষড়যন্ত্রর ছক কষা ছিল। সেইমতো বৃহস্পতিবার সন্ধেয় অক্সফোর্ডের (University of Oxford) কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সভায় গোলমাল পাকানোর চেষ্টা করে বাম-অতিবামরা। কিন্তু তাদের সেই ছক বানচাল করে তথ্য দিয়ে ছক্কা হাঁকালেন জননেত্রী মমতা। বললেন, এটা রাজনীতির মঞ্চ নয়, নাটক করার চেষ্টা করবেন না। কটাক্ষ করে মুখ্যমন্ত্রী এও বলেন, “এতে আমি উৎসাহিত হই”।

বৃহস্পতিবার লন্ডনের (London) স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ অনুষ্ঠান শুরু হয় অক্ষরের কলেজে। একের পর এক তথ্য দিয়ে বাংলার উন্নয়নের ছবি তুলে ধরছিলেন মুখ্যমন্ত্রী। হঠাৎই দর্শক আসন থেকে বিরূপ মন্তব্য উড়ে আসে। মমতা আগেই জানিয়েছিলেন, “ওরা যদি বল দেয় আমি ছক্কা হাঁকাবো।” আর ঠিক তাই করলেন। বলে বলে প্রত্যেক অভিযোগের পাল্টা জবাব দিয়ে সব বল মাঠের বাইরে পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী যখন রাজ্যের শিল্প উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করছিলেন তখনই একজন দর্শক সেটা চ্যালেঞ্জ করে সিঙ্গুর প্রসঙ্গ তোলেন। তৎক্ষণাৎ তথ্য দিয়ে মমতা বলেন, “আমি মিথ্যে বলছি না, বাংলাতেও টাটা কোম্পানি তাদের একাধিক প্রোজেক্ট করছে।”

এর পরে আর জি কর নিয়ে প্রশ্ন তুললে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, বিষয়টি আদালতের বিচারাধীন। এই নিয়ে এই মঞ্চে কথা বলা ঠিক হবে না। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, বিষয়টি রাজ্যের হাতে নয় কেন্দ্রের হাতে রয়েছে।

এরপর এই শালীন অথচ তীক্ষ্ণ কথায় তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলেন, “এই মঞ্চকে রাজনীতির মঞ্চে পরিণত করবেন না। প্রয়োজন হলে বাংলায় এসে দেখে যান, আমি মিথ্যে বলছি না।”

চ্যাঁচামেচি শুরু হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘এভাবে আমাকে অপমান করতে পারেন না। আপনারা তো নিজেদের প্রতিষ্ঠানকেও অসম্মান করছেন। মনে রাখবেন. আমি কিন্তু এখনও বিনম্র রয়েছি। এমন আচরণ করবেন না।’

এর পরেও টানা চার মিনিট ধরে চলে গোলমাল পাকানোর চেষ্টা চললেও এতটুকু ধৈর্য হারানি মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এটা অভ্যাসে পরিণত হয়েছে, আমি যেখানে যাব সেখানেই গোলমাল পাকানোর চেষ্টা হবে। তবে মনে রাখবেন আমি সকলের জন্য। নির্দিষ্ট কোনও সম্প্রদায়ের জন্য নয়।” আগাগোড়া গোলমালকারীদের “ভাই, বোন” সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলতে থাকেন, “প্লিজ এখানে রাজনীতি করবেন না।” মনে করিয়ে দেন আপনাদের নেতারাও এখানে আসবেন। এক ঘটনা তাঁদের সঙ্গেও ঘটতে পারে। নিজের ফাইল থেকে ট্রাম্প কার্ডটি বের করেন মমতা। দেখান বাম আমলে কীভাবে তাঁর উপর আক্রমণ হয়েছিল। সেই ছবি তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, এভাবেই বামেরা তাঁকে মেরে ফেলতে চেয়েছিল। বলেন, “এখানে মিথ্যে কথা বলে আমাকে অপমান না করে বাংলায় গিয়ে নিজেদের দলকে শক্তিশালী করুন।”

এরপরের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “এবার থেকে আমি চেষ্টা করব প্রতি বছর এই প্রতিষ্ঠানে আসতে। আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো চোখে চোখ রেখে লড়াই করতে জানি। আমি পালিয়ে যাওয়ার মানুষ নই। আমি খুশি, আমি ফিরে গিয়ে তোমাদের চকলেট পাঠাব- এই ধরনের আদর্শের জন্য। কিছু মানুষ ইচ্ছে করে গোলমাল পাকাচ্ছে।”

এরপরই পরিস্থিতি শান্ত হয়ে যায়। কারণ যাঁরা অশান্তি বাধাচ্ছিলেন তাঁদের সংখ্যা অত্যন্ত কম। বাকিরা সবাই মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে চাইছিলেন। বক্তব্যের শেষে মমতা বলেন, “কুৎসার সামনে মাথা নত করব না, মাথা নত করতে হলে মানুষের কাছে করব।” রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আউড়ে বললেন, “চিত্ত যেথা ভয়শূন্য…”

spot_img

Related articles

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...

বেলডাঙায় আক্রান্ত সাংবাদিক সোমা: স্থানীয় তৃণমূল নেতৃত্বকে পাশে থাকার নির্দেশ অভিষেকের, নিন্দা-বিবৃতি প্রেস ক্লাবের

বেলডাঙায় (Beldanga) খবর সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার জি২৪ ঘণ্টা-র (Zee 24 Ghanta) সাংবাদিক সোমা মাইতি (Soma Maity)।...

স্মৃতিমেদুর ব্রাত্য-সুবোধ: বাংলা আকাদেমিতে প্রকাশিত নাট্যকার ও কবির তিন বই

সম্প্রতি নন্দন প্রাঙ্গনে শেষ হয়েছে লিটল ম্যাগাজিন মেলা। সামনেই অপেক্ষা করছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রযুক্তির উদ্ভাবন যে আজও...

সাতদিনেই কাজ: অভিষেকের প্রতিশ্রুতি মতো শালতোড়ায় পাথর খাদান খোলার প্রক্রিয়া শুরু

প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৮টি পাথর খাদান খোলার জন্য মুখ্যমন্ত্রী থেকে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সেগুলি খুলে ২৫...