Sunday, November 9, 2025

স্ত্রীকে খুন করে দেহ সুটকেসে ভরে শ্বশুর শাশুড়িকে ফোন জামাইয়ের!

Date:

মীরাট কাণ্ডের ছায়া এবার পুনেতে। মীরাটে স্ত্রী স্বামীকে খুন করে ড্রামে ভরে রেখেছিলেন, আর পুনেতে ঠিক তার উলটপুরান। স্ত্রীকে খুন করে দেহ সুটকেসে ভরে রাখল স্বামী। দেহ লোপাট করার চেষ্টা করলেও, শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত শ্বশুর শাশুড়িকে ফোন করে খুনের কথা স্বীকার করে নেয় জামাই এবং তাদের অভিযোগের ভিত্তিতে পুণে থেকে গ্রেফতার করা হয় মৃতার স্বামীকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের বাসিন্দা গৌরী অনিল সাম্বেকরের  সঙ্গে রাকেশের বেশ কয়েক বছর আগে বিয়ে হয়। সেই সময় দুজনেই চাকরি করতেন। কিন্তু মৃত্যুর কিছুদিন আগে চাকরি চলে গিয়েছিল গৌরীর।  আর তারপর থেকেই শুরু হয় অশান্তি। প্রতিবেশীরা জানিয়েছেন, অশান্তির সময় মাঝেমধ্যেই স্ত্রীর গায়ে হাত তুলতেন রাকেশ। গত ২৬ মার্চও অশান্তি শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি, তারপর স্ত্রীকে মারধর করতে থাকে রাকেশ। এই পরিস্থিতিতে একটি ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে সে। শুধু এখানেই থেমে থাকেনি অভিযুক্ত। মৃত্যু নিশ্চিত করতে, স্ত্রীর গলার নলিও কেটে দেয়। তারপরে দেহ লোপাটের জন্য দ্বিগবিদিক জ্ঞানশূন্য হয়ে সেই দেহ একটি সুটকেসের ভেতরে ঢুকিয়ে দেয়। সেই সুটকেস শৌচালয়ে রেখে পুণেতে পালিয়ে যায় রাকেশ।

ওইদিন বিকেলে পুলিশে খবর যায় যে ওই বাড়িতে কেউ আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে দরজা বাইরে থেকে তালা বন্ধ। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে। কিন্তু কারও আত্মহত্যা করার হদিশ পুলিশ দেখতে পায়নি।শৌচালয়ে একটি সুটকেস তাদের চোখে পড়ে। আর সেই সুটকেস খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। সুঠকেসের ভিতরে গৌরীর দেহ তারা দেখতে পান। এরপরই অভিযুক্ত রাকেশের খোঁজে তল্লাশি শুরু হয়। পুলিশ গৌরীর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে। মোবাইলের কল রেকর্ডস খতিয়ে দেখা হয়।মোবাইলের লোকেশন ট্র্যাক করে দেখা যায় যে রাকেশ পুণেতে আছেন। গ্রেফতার হওয়ার পর জেরায় খুনের কথা স্বীকার করে রাকেশ। কিন্তু স্ত্রীকে কেন খুন করল রাকেশ? কেন পুরো দেহটি সুটকেসে ঢুকিয়ে লোপাট করার চেষ্টা করল, তা এখনও স্পষ্ট নয়। খুনের প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version