Saturday, November 8, 2025

রাস্তায় বসে নামাজ নয়, ইদের আগেই যোগীরাজ্যে পুলিশি হুঁশিয়ারি!

Date:

আইনশৃঙ্খলা দোহাই দিয়ে সংখ্যালঘু হেনস্থার চেষ্টা উত্তরপ্রদেশে (Uttarpradesh)! বিজেপি (BJP) শাসিত রাজ্যে এবার মুসলিম ধর্মাবলম্বীদের জন্য কড়া নির্দেশ পুলিশের। রমজান মাসে রাস্তায় বসে নামাজ নয়, এমনকি ইদের (Eid) দিনেও এই নিয়ম মানা বাধ্যতামূলক বলে হুঁশিয়ারি দিল উত্তরপ্রদেশ পুলিশ। মিরাটের শীর্ষ পুলিশকর্তা নির্দেশিকা জারি করে জানিয়েছেন, যদি কেউ এই কথা না শোনেন সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনকি পাসপোর্ট বাতিল পর্যন্ত করা হতে পারে।

মিরাট পুলিশের এসপি আয়ুষ বিক্রম সিং (Ayush Vikram Singh) বলছেন, বিনা অনুমতিতে রাস্তায় বসে নামাজ পড়লে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির পাসপোর্ট বা লাইসেন্স বাতিল পর্যন্ত করা হতে পারে। যোগীরাজ্যে এমনিতেই মুসলিমদের উপর নানা ধরনের ফতোয়া জারি করার খবর প্রকাশ্যে আসে। এবার রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের রাস্তায় নামাজ পড়ার কারণে তীব্র যানজট হচ্ছে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। তার সঙ্গে এটাও জানানো হয়েছে আইন শৃঙ্খলার সঙ্গে আপোষ করা যাবে না। জানা যাচ্ছে ইদগাহ এবং মসজিদ থাকা সত্ত্বেও রাস্তায় এভাবে নামাজ পাঠ নিয়ে মিরাট পুলিশের (Mirat Police) কাছে বিস্তর অভিযোগ জমা পড়ায় নির্দেশিকা জারি করেছে প্রশাসন। যদিও এই ঘটনায় জোরদার হচ্ছে রাজনৈতিক তরজা। অনেকে বলছেন হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে সংখ্যালঘুদের ক্রমাগত হেয় করার প্রচেষ্টায় ব্যস্ত থাকা বিজেপি যে তার ডাবল ইঞ্জিন রাজ্যে মুসলিমদের জন্য কত আজ জারি করবে এ তো জানাই ছিল। অনেকের মতে নির্ধারিত স্থানে প্রার্থনা করা উচিত, তা সে ধর্মেরই মানুষ হোন না কেন। সবমিলিয়ে সরগরম যোগীরাজ্যের রাজনীতি।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version