একের পর এনকাউন্টারে মাওবাদী নিকেশ অভিযান। শুক্রবার রাতভর মাওবাদী নিকেশ অভিযান চলেছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয়েছে ১৬ জন মাওবাদী। তবে দুই নিরাপত্তারক্ষীও গুলির লড়াইয়ে আহত হয়েছেন।

ইতিমধ্যেই মাওবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ আগেই খবর পেয়েছিল যে, কেরলাপাল এলাকায় মাওবাদীরা ঘাঁটি গেড়েছে। সেই খবরের ভিত্তিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যৌথ অভিযান চালায়। শুক্রবার রাতভর গুলির লড়াই চলার পর ১৬ জন মাওবাদী খতম হয়। ২জন জওয়ান জখম হন। এখনও মাওবাদী নিকেশ অভিযান চলছে বলেই খবর। ছত্তিশগড়ের জঙ্গলে নিয়মিত গুলির লড়াই লেগেই রয়েছে।

আরও পড়ুন- ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে তুমুল উত্তেজনা

–


—


–

—

–

—
–

—

–