আর্জেন্তিনার বিরুদ্ধে হার, চাকরি গেল ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়রের

এই নিয়ে সভাপতি এদনাল্ডো রদ্রিগেজ জানিয়েছেন, " দোরিভাল জুনিয়রের কার্যকাল শেষ হল।

ব্রাজিলের কোচের পদ থেকে ছাঁটাই দোরিভাল জুনিয়রের। দায়িত্ব নেওয়ার পর টানা ব্যর্থতা। আর সম্প্রতি আর্জেন্তিনার বিরুদ্ধে ১-৪ গোলে হার। সব মিলিয়ে ব্রাজিলের কোচের পদ থেকে চাকরি গেল জুনিয়রের । গতকাল ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই খবর।

এই নিয়ে সভাপতি এদনাল্ডো রদ্রিগেজ জানিয়েছেন, ” দোরিভাল জুনিয়রের কার্যকাল শেষ হল। এবার আমরা বিকল্প খুঁজব। এই নিয়ে বিভিন্ন চর্চা চলছে। তবে এই নিয়ে সভাপতি বা ফেডারেশনের দায়িত্ব প্রাপ্ত কেউ কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।“ জল্পনা তুঙ্গে, ইতালীয় কিংবদন্তি কোচ কার্লো আনসেলোত্তিকে কোচ হিসেবে আনতে পারে ব্রাজিল। যদিও ২০২৬ সাল অবধি চুক্তি রয়েছে আনসেলোত্তির।

২০২৪ সালের শুরুতে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন দোরিভাল। তাঁর অধীনে ১৬টি ম্যাচ খেলে ব্রাজিল। যার মধ্যে ৭টি ম্যাচে জয়, ৭টিতে ড্র এবং ২টি ম্যাচে হারে তারা। ২০২৪ সালের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল তারা। বর্তমানে ২০২৬ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব গ্রুপের চতুর্থ স্থানে ব্রাজিল।

আরও পড়ুন- আরসিবির বিরুদ্ধে ম্যাচ হারলেও নজির গড়লেন মাহি