Saturday, November 8, 2025

সফল লন্ডন সফর সেরে কলকাতায় মুখ্যমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত উচ্ছ্বসিত কর্মী-সমর্থকদের

Date:

সফল লন্ডন সফর সের শনিবার সন্ধেয় কলকাতা ফিরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। এই সফরে যে দুটি বিষয়ে মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন, তার একটি হল কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা এবং কালকাতায় বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্য়ালয় অক্সফোর্ডের ক্যাম্পাস। ইতিমধ্যেই উড়ানের বিষয়ে পরিকল্পনা তৌরে করেছে বিট্রিশ এয়ারওয়াজ। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া বিপুল লগ্নির প্রস্তাব হয়েছে। যাঁরা ইতিমধ্যে লগ্নি করেছেন, তাঁরা আরও লগ্নি করতে চাইছেন।

২২ মার্চ কলকাতা বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার আগেই কলকাতার সঙ্গে সরাসরি লন্ডন উড়ানের প্রসঙ্গ তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। ভারতীয় হাইকমিশন থেকে শিল্পসভা- কলকাতা-লন্ডন (Kolkata-London) বিমান পরিষেবার এই আর্জি জানান মমতা (Mamata Bandopadhyay)। শিল্পসভাতে এক কদম এগিয়ে তিনি বলেন, “ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি।” সপ্তাহে অন্তত দুদিন সরাসরি কলকাতা-লন্ডন উড়ান চালু করুক ব্রিটিশ এয়ারওয়েজ।

বৃহস্পতিবার, কেলগ কলেজের ভাষণে কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। কলকাতা থেকেই ভারতে অক্সফোর্ডের ক্যাম্পাস শুরু করার অনুরোধ করেন তিনি। তাঁর কথায়, “আমাদের পড়ুয়ারা সব সময় তৈরিই রয়েছে।“ করার আবেদন জানান মমতা। ফেরা দিন সকালে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, এই দুই লক্ষ্য পূরণ করিয়েই ছাড়ব।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ জানান, কলকাতা বিমানবন্দরে জানান, সফল লন্ডন সফর। বিপুল লগ্নির প্রস্তাব এসেছে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া বিপুল লগ্নির প্রস্তাব হয়েছে। যাঁরা ইতিমধ্যে লগ্নি করেছেন, তাঁরা আরও লগ্নি করতে চাইছেন। আই-টি, উৎপাদন, সংস্কৃতি ক্ষেত্রে লগ্নি হয়েছে। লন্ডনে যে পরিমাণ ওখানকার বাসিন্দা ও প্রবাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছেন, সেটা যে কোনও ভারতবাসীর কাছে গর্বে- মন্তব্য কুণালের।

এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিপুল সংখ্যাক তৃণমূল কর্মী-সমথর্ক বিমানবন্দরের সামনে হাজির ছিলেন। মুখ্যমন্ত্রীর বিমানবন্দর থেকে বেরোতেই তাঁর নামে জয়ধ্বনি দেওয়া হয়। হাজির ছিলেন আইএনটিটিইউসি-র কর্মী-সমর্থকরাও।
আরও খবরঅশান্তি পাকিয়েও লাভ হল না বিজেপির, কাঁথি কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে সব আসনেই জয়ী তৃণমূল

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version