Saturday, August 23, 2025

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে তুমুল উত্তেজনা

Date:

শনির সকাল থেকেই খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুরের কাঁথি। কৃষি ও সমবায় ব্যাঙ্কের ভোটে তুমুল উত্তেজনার জেরে বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকার খবর মিলেছে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে অশান্তি ছড়ায় কাঁথির জাতীয় বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে কিছুটা দূরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

বাংলার ২৪টি সমবায় ব্যাঙ্কের মধ্যে অন্যতম কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্ক। বার্ষিক রায় দেড় কোটি টাকার কাছাকাছি লেনদেন হয় এই ব্যাংকে। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে দুপুর ২টো পর্যন্ত। মোট ৭৮ টি আসনের মধ্যে ১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বাকি আসন গুলিতে ভোট চলছে। সেখানেই এক ভোটারকে টানাটানি করার জেরে তুমুল উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছি বলে অভিযোগ করেছে তৃণমূল। গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ সঠিকভাবে ভোট হচ্ছে না অথচ পুলিশ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। গেরুয়া শিবিরের দাবি, কোথাও কোথাও বিজেপি প্রার্থীদের বুথ ভাঙচুর করা হচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, “চোরের মায়ের বড় গলা। মানুষ নেই, জনবল নেই, ভোটার নেই। এখন পিঠ বাঁচাতে হবে। তাই শুভেন্দু অধিকারীর চ্যালারা এসব করছেন। হাওয়া বেরিয়ে গিয়েছে। তাই একটাই কাজ হাওয়া গরম করুন।” এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা গেলেও যথেষ্ট উত্তেজনা রয়েছে। মোট ভোটার ৫৮ হাজার ১৫৩ জন। ১৩টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। আজ দুপুর আড়াইটা থেকে গণনা শুরু হবে।

 

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version