Thursday, August 21, 2025

সিবিএসই বাংলা-তামিল পরীক্ষার দিনই জয়েন্ট: চাপের মুখে দিন বদল এনটিএ-র

Date:

বেছে বেছে বিরোধী রাজ্যগুলির পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স (JEE mains) পরীক্ষায় বসাই অসম্ভব করে দিয়েছিল বিজেপির শিক্ষা মন্ত্রক। জয়েন্টের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ও সিবিএসই-র (CBSE) দ্বাদশের পরীক্ষা একই দিনে পড়ায় সমস্যায় পড়েছিল বাংলা, তামিলনাড়ু, পঞ্জাবের মতো একাধিক রাজ্যের পরীক্ষার্থীরা। এবার পরীক্ষার দিন বদল করল এনটিএ (NTA)। সূচি অনুযায়ী, ২, ৩, ৪, ৭ এবং ৮ এপ্রিল ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)-এর পেপার ১-এর পরীক্ষা রয়েছে। আবার ওই ২ এপ্রিলই সিবিএসই-র দ্বাদশের বাংলা, আরবি, তামিল, তেলুগু-সহ মোট ২৮টি ভাষার পরীক্ষা রয়েছে।

এই পরিস্থিতিতে প্রশ্নের মুখে পড়ে দ্বাদশের পরীক্ষার্থীদের জন্য দিন বদল করল ন্যাশানাল টেস্টিং এজেন্সি (NTA)। কীভাবে এই দিন বদল, তা যদিও স্পষ্ট করা হয়নি। কবে কোন পরীক্ষা নেওয়া হবে, তা পরীক্ষার্থীরা এনটিএ-এর (NTA) ওয়েবসাইটে জেনে নিতে পারবেন। সেক্ষেত্রে , আবার নতুন অ্যাডমিট কার্ড (admit card) নিতে হবে পরীক্ষার্থীদের। প্রার্থীদের নির্দিষ্ট ইমেল আইডিতে মেল করে এগ্‌‌জ়ামিনেশন সিটি ইন্টিমেশন স্লিপ এবং নতুন অ্যাডমিট কার্ডের আবেদন করতে হবে।

শনিবার বিকাল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। যারা আবেদন করেছেন তাঁরা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড (Admit card) ডাউনলোড করতে পারছে এনটিএ-র (NTA) নির্দিষ্ট পোর্টাল থেকে। যদিও সিবিএসই-র বিজ্ঞানের কোনও বিষয়ের সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ একদিনে পড়েনি। জয়েন্টের পরীক্ষা একই দিনে পড়ায় অসন্তোষ প্রকাশ করেছিল সিবিএসই (CBSE) বোর্ডও।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version