গতকাল চেন্নাইয়ের গড়ে গিয়ে চেন্নাই সুপার কিংসকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর ফলে দীর্ঘ ১৭ বছর পর ধোনির গড়ে গিয়ে ধোনিদের হারাল আরসিবি। আর এই জয়ের পরই উচ্ছ্বাসে মাতল গোটা বেঙ্গালুরু দল। ড্রেসিংরুমে নাচের মাধ্যমে সেলিব্রেশনে মাতলেন বিরাট কোহলিরা। যেই ভিডিও পোস্ট করেছে আরসিবি।
চেন্নাইকে হারানোর পর আরসিবি যেই ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে, মাঠ হোক বা মাঠের বাইরে সেলিব্রেশনের মেজাজে বিরাট। এমনি ড্রেসিংরুমেও লাল জ্যাকেট পরে নাচলেন তিনি। সেই সঙ্গে যোগ দিয়েছেন দলের বাকিরাও। পুরো দলই যে বেশ খোশমেজাজে রয়েছে তা বুঝিয়ে দিল আরসিবি।
এদিকে এই জয়ের পর দলের অধিনায়ক রজত পতিদার বলেন, “ চিপকে জেতা সব সময় বিশেষ অনুভূতির। এই পিচে ভালই রান তুলতে পেরেছি আমরা। কারণ চার-ছয় মারা সহজ ছিল না।“
গতকাল বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ১৯৬ রান তুলে নেয়। সৌজন্যে অধিনায়ক রজত পতিদারকে। তিনি অর্ধশতরান করেন। বেঙ্গালুরুর ১৯৬ রানের জবাবে চেন্নাই শেষ হয়ে যায় ১৪৬ রানে।
আরও পড়ুন- RCB’র বিরুদ্ধে ম্যাচ হারের কারণ হিসাবে পিচকেই কাঠগড়ায় তুললেন CSK অধিনায়ক
–
–
–
–
–
–
–
–