Thursday, August 21, 2025

যোগীরাজ্যে বায়ুসেনার কলোনিতে চলল গুলি! ঘুমের মধ্যে খুন আধিকারিক

Date:

প্রয়াগরাজে বিমান বন্দর নিয়ে নির্বাচনের আগে বহু ঢেঁড়া পিটিয়েছেন যোগী আদিত্যনাথ থেকে নরেন্দ্র মোদি। বিমান বন্দরকে ঘিরে বায়ুসেনার কার্যক্রমেও কমতি নেই। এবার সেই বায়ুসেনার কলোনির (Air Force colony) ভিতরে ঢুকে মুখ্য ইঞ্জিনিয়ারকে গুলি করে খুনের ঘটনায় প্রকাশ্যে এলো যোগী রাজ্যের আইন শৃঙ্খলার বাস্তব বর্তমান পরিস্থিতি। কড়া নিরাপত্তা বলয়ে থাকা কলোনিতে ইঞ্জিনিয়ারের উপর গুলি চালানোর ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে প্রয়াগরাজে (Prayagraj)।

পুলিশ সূত্র অনুসারে, শনিবার ভোর রাত চারটে নাগাদ এয়ার ফোর্স কলোনির (Air Force colony) পাঁচিল টপকে ভিতরে ঢোকে এক অজ্ঞাত পরিচয় আততায়ী। ইঞ্জিনিয়ার্স কলোনির তারের বেড়া কেটে তাকে কলোনির ভিতরে ঢুকতে দেখা যায়। এরপরই সেই আততায়ীকে ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ মিশ্রর সরকারি কোয়ার্টারের দিকে যেতে দেখা যায়।

নিহত ইঞ্জিনিয়ারের পরিবারের দাবি, শুক্রবার রাতে অন্যদিনের মতোই নিজের ঘরে ঘুমিয়েছিলেন সত্যেন্দ্রনাথ। ভোর রাতে তার ঘরের দিক থেকে গুলির (firing) আওয়াজ পান পরিবারের লোকেরা। সেই সঙ্গে তাঁর চিৎকারে ঘুম থেকে উঠে তাঁরা ঘরে এসে বুকে গুলিবিদ্ধ অবস্থায় সত্যেন্দ্রনাথকে আবিষ্কার করেন। ততক্ষণে জানালা দিয়ে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে আততায়ী।

তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় কলোনির সিসিটিভি-র ফুটেজ (CCTV footage) খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। সেখানেই অজ্ঞাত পরিচয় আততায়ীর বিষয়টি সামনে আসে। তবে প্রয়াগরাজের (Prayagraj) মতো শহরে দুষ্কৃতীমূলক কার্যকলাপ নিয়ে এরপরই প্রশ্ন উঠেছে। উচ্চ নিরাপত্তা বলয়ে ঢুকে গুলি চালানোর সাহস কীভাবে হয় আততায়ীর, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে সেনার নিজেদের কলোনির নজরদারিতে গাফিলতিও স্পষ্ট হয়েছে এই ঘটনায়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version