ঈদে হামলা দিল্লি-মুম্বইতে! সমাজমাধ্যমের বার্তায় সতর্ক পুলিশ-প্রশাসন

ফাইল

ঈদের আগে সমাজমাধ্যমে হামলার বার্তায় ঘটনায় সতর্ক প্রশাসন। দিল্লি (Delhi) ও মুম্বইয়ে (Mumbai) বড় ধরনের সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে স্যোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে পুলিশ-প্রশাসন।

রবিবার সৌদি আরবে ঈদ পালন হতে পারে। সেক্ষেত্রে ভারতে পালিত হবে সোমবার। তার আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করা হয় রোহিঙ্গা, বাংলাদেশি বা পাকিস্তানিরা ঈদে অশান্তি সৃষ্টি করতে পারে। হামলা চালাতে পারে দিল্লি ও মুম্বইয়ে। শুক্রবার সন্ধে স্যোশাল মিডিয়ায় এই বার্তা ছড়িয়ে পড়তে সতর্ক হয় প্রশাসন। এক্স হ্যান্ডলে নভি মুম্বই পুলিশকে ট্যাগ করে এক ব্যক্তি একই বার্তা পাঠান। তবে, কোনও জঙ্গি গোষ্ঠীর নাম এতে উল্লেখ করা হয়নি।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে ট্যাগ করেও একই বার্তা এক্স হ্যান্ডেল থেকে দেওয়া হয়। সেখানে রাজধানীর কিছু এলাকার নাম উল্লেখ করে হামলার আশঙ্কার কথা লেখা হয়েছে। তালিকায় দিল্লির জামা মসজিদও রয়েছে। ঈদের প্রার্থনায় সেখানেই সবচেয়ে বড় জমায়েত হয়।

এই বার্তার পরেই নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ (Delhi police)। মুম্বই পুলিশও শুক্রবার থেকে নিরাপত্তা জোরদার করেছে। মুম্বই-সহ আশাপাশের এলাকায় পুলিশ মোতায়েন হয়েছে। বাড়তি নজর মিশ্র এলাকায়।

এক্স হ্যান্ডেলে বার্তা পোস্ট করা ব্যক্তির পরিচয় ও মোবাইল নম্বর জানতে চেয়ে একটি পোস্ট দিয়েছে নভি মুম্বই পুলিশ। সাইবার সেলও তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। তবে, বার্তাগুলি গুরুত্ব সহকারে দেখে সতর্ক প্রশাসন।
আরও খবরছত্তিশগড়ে এ.নকাউন্টারে খ.তম ১৬ মাওবাদী, জখম ২ নিরাপত্তারক্ষী