Wednesday, August 27, 2025

২০০৬, ২০০৯, ২০১৩। লাগাতার বিদেশে চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুষ্ট চিকিৎসক রজৎশুভ্র বন্দ্যোপাধ্য়ায়। রাতারাতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফরের সময়ে তিনি আত্মপ্রকাশ করলেন। কিন্তু দেখ চিনবেন কী করে। তিনি যে পুরো ভোল বদলে কেলগ কলেজে (Kellog College) বিক্ষোভ দেখাতে হাজির রজতশুভ্র। তবে প্রকাশ্যে আসতেই খুলে গেল তার কুকীর্তির পোল। সামনে এলো একের পর এক চিকিৎসার গাফিলতির ইতিহাস।

বিজেপি কর্মী রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়। এক সময় কলকাতার এনআরএস, এসএসকেএম থেকে পাশ করা চিকিৎসক ইংল্যান্ডে গিয়ে পসার জমানোর দিকে ঝোঁকেন। কিন্তু সেখানেই অ্যানাস্থেসিস্ট (anesthetist) রজতের একের পর এক অপরাধ তার চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলে দেয়। ২০১৩ সালে রোগীর সন্তান প্রসবে বড় অস্ত্রোপচারের সময় এই গুণধর ডাক্তার ঘুমিয়ে পড়েছিলেন।

এহেন ডাক্তারবাবু রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের (Rajat Subhra Banerjee) রোগী যখন অস্ত্রোপচারের টেবিলে শুয়ে সন্তান প্রসব (delivery) করছিলেন, তখন এই অ্যানেস্থেটিস্ট (anesthetist) চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিলেন। শুধু তাই এতটাই দায়িত্বজ্ঞানহীন যে, রোগী ‘অসুস্থ’ বলে জানিয়ে আরেকবার ঘুমিয়ে পড়েন তিনি। ডেইলি মেল সংবাদপত্রে ফলাও করে তাঁর গুণের কথা ছাপানো হয়েছিল। মেডিকেল প্র্যাকটিশনারস ট্রাইব্যুনাল সার্ভিসে তাঁর অসদাচরণের অভিযোগে মামলা চলে। ২০১৩ সালে রয়্যাল বোল্টন হাসপাতালে এই ঘটনা ঘটে। হাসপাতাল কর্মীরাই তাঁর গুণের কথা ফলাও করে জানিয়েছিলেন।

তার আগে ২০০৯ সালে তিনি এমনই কর্তব্যে গাফিলতি করেন। দু’জন রোগীর তত্ত্বাবধানের দায়িত্ব এড়িয়ে হাসপাতালে অনুষ্ঠানে ব্যস্ত থাকেন তিনি। আরেকবার পক্ষাঘাতের চিকিৎসাধীন এক রোগীকে ওষুধ দেওয়ার সময় তিনি পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করেননি বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ২০০৬ সালে সেন্ট হেলেন্সের হুইস্টন হাসপাতালে (Whiston Hospital) তাঁর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ছিল একাধিক।

স্বাভাবিকভাবেই স্পষ্ট, কেন কেলগ কলেজে ২৭ মার্চ মমতা বন্দ্য়োপাধ্যায়ের বক্তৃতার সময়ে ভোল বদলে আসতে হয়েছিল রজতশুভ্রকে। আবার ভিডিও শেয়ার করে জানিয়েছেন, বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেই তাঁরা কেলগ কলেজে (Kellogg College) গন্ডগোল পাকানোর কর্মসূচি নিয়েছিলেন। তাঁর কথায় ফাঁস কারা সেদিন গণ্ডগোলের পরিকল্পিত আয়োজন করেছিলেন। পরবর্তী কর্মসূচি কলকাতায় বিজেপির নেতারা সামলে নেবেন, বলেও দাবি করেন রজতশুভ্র।

Related articles

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৭ অগাস্ট (বুধবার) ২০২৫১ গ্রাম               ১০ গ্রামপাকা সোনার বাট     ১০১১৫...
Exit mobile version