চলতি শিক্ষাবর্ষেই বদল আসতে চলেছে সিবিএসই দশম ও দ্বাদশের সিলেবাসে

আগামী ২০২৫ -২৬ শিক্ষাবর্ষে সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে নতুন সিলেবাসে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন সিলেবাস চলতি বছর থেকেই কার্যকর হওয়ার কথা জানিয়েছে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সিবিএসইর মাধ্যমিক বোর্ড যে নতুন সিলেবাস ঘোষণা করেছে তাতে পড়ুয়াদের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বছরে দুবার করে অনুষ্ঠিত হবে। প্রথম পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, দ্বিতীয় পরীক্ষা হবে এপ্রিল মাসে। পাঠ্যক্রমে পড়ুয়াদের দক্ষতাভিত্তিক প্রশ্নের উপর জোর দিয়েছে বোর্ড। দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে নতুন কয়েকটি ঐচ্ছিক বিষয় সংযোজিত হয়েছে। যেমন:  আতিথেয়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, অর্থ, বিমা, পর্যটন ব্যবসা। দ্বাদশ শ্রেণীর জন্য ঐচ্ছিক বিষয় হিসেবে ফলিত গণিত যুক্ত হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য নতুন সিলেবাসে অনস্ক্রিন মার্কিং মূল্যায়ন চালু হয়েছে।  বোর্ড পরীক্ষায় ৮০ নম্বরের জন্য বাধ্যতামূলক বিষয়গুলির আভ্যন্তরীণ মূল্যায়নে অতিরিক্ত কুড়ি নম্বরের ব্যবস্থা থাকছে। শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে মোট  ৩৩ শতাংশ নম্বর পেতেই হবে। পাশাপাশি সিবিএসইর দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা একবার অনুষ্ঠিত হবে। যা শুরু হবে ২০২৬ এর ১৭ ফেব্রুয়ারি। দক্ষতানির্ভর ঐচ্ছিক বিষয়ের মধ্যে থাকছে ল্যান্ড ট্রান্সপোর্টেশন অ্যাসোসিয়েট, ইলেকট্রনিক্স এন্ড হার্ডওয়্যার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রশিক্ষণ, ডিজাইন থিঙ্কিং এন্ড ইনোভেশন। ২০২৫ ২৬ – শিক্ষাবর্ষ থেকে সিবিএসই বোর্ড দ্বাদশে হিসাব রক্ষণের শিক্ষার্থীদের জন্য মৌলিক, নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারে অনুমতি দিয়েছে।

আরও পড়ুন – ব্যাহত হচ্ছে উন্নয়ন! মণিপুরের বাস্তুচ্যুত নারী-শিশুদের জন্য বিশেষ কমিটি গঠনের সুপারিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_