Saturday, January 10, 2026

‘বিজেপির এজেন্ট’ রাজ্যপালের অনৈতিক চিঠি! ‘অবৈধ’ বললেন প্রাক্তন উপাচার্য

Date:

Share post:

বিজেপির এজেন্ট হিসেবে কাজ করতে গিয়ে নীতি নৈতিকতা সব ভুলে বসে রয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি নিজে কখন কী কাজ করছেন তার সামঞ্জস্য নিজেই রাখতে পারছেন না। মেয়াদ ফুরোনোর চারদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তকে সরিয়ে দিয়েছেন তিনি। এদিকে সেই অপসারণ করা উপাচার্যকেই এদিন তিনি চিঠি দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গত বছর ডিসেম্বর মাসে হওয়া সমাবর্তনের টাকা ফেরত চেয়েছেন। তার এই বালখিল্য সুলভ কাজে রীতিমত হাসির রোল উঠেছে।

শনিবার রাজভবনের তরফে যাদবপুরের সদ্য প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্তকে একটি চিঠি পাঠানো হয়। সেখানে লেখা রয়েছে, গত বছর ২৪ ডিসেম্বর যে সমাবর্তন অনুষ্ঠান হয়েছে তাতে নাকি আচার্যের অনুমোদন নেওয়া হয়নি। এমনকি যে নিয়ম মানার প্রয়োজন ছিল তাও মানা হয়নি। এরপরেই ওই চিঠিতে লেখা হয়েছে সমাবর্তনের জন্য যা খরচ হয়েছে অবিলম্বে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে ভাস্কর গুপ্তকে। টাকা জমা করা না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আসল বিষয়ে দৃষ্টিপাত করলে জানা যাবে, যখন সমাবর্তনের আগে বৈঠক করা হয়েছিল তখন সেখানে আচার্যের দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা সমাবর্তনের জন্য অনুমতি দিয়েছিলেন। এছাড়াও এখন ভাস্কর গুপ্ত কোনওভাবেই উপাচার্য নেই, সুতরাং নিয়ম অনুযায়ী তাকে রাজ্যপাল তথা আচার্য সরাসরি চিঠি দিতে পারেন না। এক্ষেত্রে কোনও শিক্ষককে ব্যক্তিগত চিঠি দিতে হলে তা প্রথমে পাঠাতে হয় শিক্ষা দফতরের কাছে। এরপর শিক্ষা দফতর সেই চিঠি পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষককে। তাই কোনওভাবেই এই চিঠি এখন বৈধ নয়। সর্বোপরি এই সমাবর্তন হওয়ার জন্য টাকা দিয়েছিল রাজ্য সরকার। কোনওভাবেই কেন্দ্রের টাকায় এই সমাবর্তন হয়নি সুতরাং কেন্দ্রের তরফের এই টাকা দাবি করার কোনও অধিকার নেই। এ প্রসঙ্গে তীব্র বিরক্তি প্রকাশ করে ভাস্কর গুপ্ত জানিয়েছেন, আমি এখন উপাচার্য নেই। আমাকে এই চিঠি দেওয়ার কোনও বৈধতা নেই। আগেও ছিল না। আমার নূন্যতম আত্মসম্মান আছে। মানুষ যা বোঝার বুঝে যাবে। সরকার যদি আইনগত পদক্ষেপ নেয় অবশ্যই আমি আছি। আমি নিজে থেকে কিছু করছি না। এই নিয়ে আর কোনও মন্তব্য করব না।

আচার্যর এইরকম আচরণ থেকে স্পষ্ট তিনি ক্ষমতার অপব্যবহার করে, তার পদের গরিমা নষ্ট করে বিজেপির হয়ে কাজ করছেন। সম্পূর্ণভাবে বিজেপির কথায় পক্ষপাততুষ্ট হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুচারুভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন।

আরও পড়ুন- দেশের সম্মান লুটিয়েও লজ্জা নেই! এসএফআইকে নিশানা তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...