Sunday, November 9, 2025

মনিপুরে ছয়মাস বাড়ল AFSPA, সেনার বিশেষ ‘অধিকার’ জারি অরুণাচল-নাগাল্যান্ডেও

Date:

মনিপুরে অশান্তি থামাতে ব্যর্থ বিজেপি সরকার। ফেব্রুয়ারি থেকে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ মোদি সরকার রাষ্ট্রপতি শাসন জারি রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ফের রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে ১৩টি থানা এলাকাকে বাদ দিয়ে নতুন করে সেনার বিশেষ ক্ষমতা প্রয়োগের মেয়াদ ছয়মাস বাড়ানোর ঘোষণা করল। সেই সঙ্গে আফস্পা (AFSPA) জারির ঘোষণা হল নাগাল্যান্ড (Nagaland) ও অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) কিছু অংশে।

উত্তর পূর্বে কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য যে শান্তি প্রতিষ্ঠায় একেবারেই ব্যর্থ বিজেপি সরকার, তা আবার প্রমাণিত হল স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) আফস্পা (AFSPA) জারির বিজ্ঞপ্তিতে। সম্প্রতি মনিপুরের বেশ কিছু এলাকায় সেনার প্রবেশ সমস্যাজনক হয়ে পড়লেও কোনও আলোচনার পথে হাঁটেনি দেশের প্রশাসন। ফলে মূলত কুকি (Kuki) অধ্যুষিত এলাকাগুলিতে সেনার বিশেষ ক্ষমতা প্রয়োগের পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ছাড় দেওয়া হয়েছে ৫ জেলার ১৩টি থানা এলাকাকে। ১ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে আগামী ছয়মাসের জন্য সেখানে জারি থাকছে আফস্পা।

মনিপুরের অশান্তির প্রত্যক্ষ প্রভাব পড়েছে প্রতিবেশী অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ও নাগাল্যান্ডে (Nagaland)। অরুণাচলের তিন জেলা – তিরাপ, চাংলং ও লংডিংসহ নামসাই জেলার তিনটি থানা এলাকায় জারি হচ্ছে আফস্পা। সেখানেও ছয়মাস জারি থাকবে এই আইন। একইভাবে আফস্পার অধীনে আসছে নাগাল্যান্ডের আট জেলা। সম্পূর্ণ না হলেও আরও পাঁচ জেলার ২১টি থানা এলাকায় ১ এপ্রিল থেকে এই নিয়ম লাগু হচ্ছে।

আফস্পা (AFSPA) জারি করে এইসব এলাকাকে নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। এর ফলে এই সব এলাকায় ক্ষমতা জারি রাখতে পারবে সেনাবাহিনী। সেই সঙ্গে যেমন খুশি গ্রেফতারি, এমনকি প্রয়োজনে গুলিও চালানোর অধিকার পাচ্ছে সেনা। এমনিতেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পর থেকেই রাষ্ট্রপতি শাসনে (president rule) মনিপুর। তার উপর এবার সেনার শাসনের ভোগান্তি শুরু উত্তর-পূর্বের তিন রাজ্যে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version