Thursday, August 21, 2025

শুরু হয়ে গিয়েছে ২০২৫ আইপিএল। আর সেই আইপিএল-এ নজির গড়লেন চন্দননগরের অভিজিৎ ভট্টাচার্য। আইপিএল-এ অন ফিল্ড আম্পায়ারিং করছেন । চন্দননগর চার মন্দির তলার বাসিন্দা অভিজিৎ এবার আইপিএলের ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। আইপিএল ইতিহাসে এই প্রথমবার একজন বাঙালি ম্যাচ পরিচালনা করছেন।

জানা যাচ্ছে, এবার আইপিএলে ছটা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন অভিজিৎ। এর আগেও তিনি বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব তিনি। তবে এই প্রথম দায়িত্ব সামলাচ্ছেন আইপিএল-এ। ২০০৮ এ সিএবি আম্পায়ারের দায়িত্ব পেয়ে তার পথ চলা শুরু হয় অভিজিৎ ভট্টাচার্যের। ২০১২ থেকে বিসিসিাইয়ের ম্যাচে আম্পিয়ারিং এর দায়িত্ব সামলাচ্ছেন। এর আগে আইপিএলে চতুর্থ আম্পেয়ার হিসেবে ও ছিলেন অভিজিৎ। গত বছরের উইমেন প্রিমিয়ার লিগ ও খেলিয়েছেন তিনি। তবে এই প্রথমবার আইপিএলের মতন টুর্নামেন্টে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করছেন চন্দননগরের বাসিন্দা।

এই সাফল্যের স্বাদ পেতে অভিজিৎ ভট্টাচার্যের যাত্রা পথ ছিল কঠিন। ২০০৮ সালে আম্পায়ারিং করানোর জন্য সিএবির পরীক্ষা পাস করেন অভিজিৎ ভট্টাচার্য। ঠিক তার দুই বছরের মধ্যেই বিসিসিআই এর আম্পায়ারিং পরীক্ষাও উত্তীর্ণ করে ঘরোয়া ক্রিকেট যেমন রঞ্জি ট্রফি, বিজয় হাজারে এই ধরনের ডোমেস্টিক ক্রিকেট খেলানোর পর তিনি সুযোগ পান জাতীয় ক্রিকেট খেলার মতে আম্পায়ারিং করার। সবশেষে ২০২৪ সালে আইপিএলে ফোর্থ আম্পেয়ারের সুযোগ এবং এই বছর প্রথমবার একেবারে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করানোর সুযোগ পেয়েছেন অভিজিৎ বাবু।

চলতি আইপিএল-এ তাঁর প্রথম ম্যাচ ছিল লখনৌ সুপার জায়ান্ট বনাম সানরাইজার্স হায়দরাবাদ আর এদিন ম্যাচ পরিচালনা করছেন দিল্লি ক্যাপিটালস এবং হায়দরাবাদের। এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিজিৎ ভট্টাচার্য।

আরও পড়ুন- শেন ওয়ার্নের মৃ.ত্যুর তিন বছর পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য, একটি বোতল ঘিরে রয়েছে র.হস্য

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version