Thursday, August 21, 2025

মাকে শ্বাসরোধ করে খুনের পর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল ছেলে।শেষ পর্যন্ত রবিবার সকালে পাটুলি থানায় এসে আত্মসমর্পণ করল সেই গুণধর ছেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবসাদ থেকে খুন মাকে বলে জেরায় স্বীকার ছেলের। স্থানীয়রা জানিয়েছিলেন, বুধবার ওই ফ্ল্যাটের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় পাটুলি থানায় খবর দেন তারা। পুলিশ দরজার তালা ভেঙে মালবিকা মৈত্রর আধপোড়া দেহ উদ্ধার করে। মৃতার মুখে পাশ বালিশ চাপা দেওয়া ছিল বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীদরা।

প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার একটি নামী সকুলের প্রাক্তন শিক্ষিকা মালবিকা মৈত্র। তিনি ছেলের সঙ্গে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাটে ভাড়া থাকতেন। প্রতিবেশীরা জানান, কিছুদিন আগে অস্ত্রোপচার হয়েছিল বৃদ্ধার। তারপর থেকে শয্যাশায়ী ছিলেন। তাকে দেখভালের জন্য আয়া রাখা হলেও, কয়েকদিন আগে তাকে ছাড়িয়ে দেওয়া হয়। বুধবার বন্ধ ফ্ল্যাট থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হলেও, বেপাত্তা হয়ে যান তার ছেলে পেশায় বেসরকারি ব্যাঙ্কের কর্মী অভিষেক মৈত্র।

এমনকী তার মোবাইল ফোন নম্বরে ফোন করা হলে সেটা নট রিচেবল বলছে বলে, পুলিশ সূত্রে দাবি। তদন্তকারীরা জানতে পেরেছেন সপ্তাহখানেক আগে তিনি নিজের মোবাইল ফোনের সিমকার্ড বদলেছিলেন। এমনকী তার নতুন নম্বর কারও কাছে ছিল না।তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, মালবিকা মৈত্রর অ্যাকাউন্ট থেকে সোমবার সাড়ে ৯ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছিল ছেলের অ্যাকাউন্টে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে, মাঝেমধ্যেই বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে অভিষেকের অ্যাকাউন্টে। অভিষেক মৈত্রর অ্যাকাউন্টে এখন ১৯ লক্ষ টাকা আছে। সেই রহস্যভেদ করতেই পাটুলি থানার পাশাপাশি তদন্তে নেমেছিল লালবাজারের হোমিসাইড শাখা। শেষ পর্যন্ত টাকাই অনর্থ বাধালো বৃদ্ধার জীবনে। শেষ পর্যন্ত ছেলের হাতে খুন হতে হল বৃদ্ধাকে।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version