Wednesday, August 20, 2025

মনিপুরে ছয়মাস বাড়ল AFSPA, সেনার বিশেষ ‘অধিকার’ জারি অরুণাচল-নাগাল্যান্ডেও

Date:

মনিপুরে অশান্তি থামাতে ব্যর্থ বিজেপি সরকার। ফেব্রুয়ারি থেকে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ মোদি সরকার রাষ্ট্রপতি শাসন জারি রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ফের রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে ১৩টি থানা এলাকাকে বাদ দিয়ে নতুন করে সেনার বিশেষ ক্ষমতা প্রয়োগের মেয়াদ ছয়মাস বাড়ানোর ঘোষণা করল। সেই সঙ্গে আফস্পা (AFSPA) জারির ঘোষণা হল নাগাল্যান্ড (Nagaland) ও অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) কিছু অংশে।

উত্তর পূর্বে কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য যে শান্তি প্রতিষ্ঠায় একেবারেই ব্যর্থ বিজেপি সরকার, তা আবার প্রমাণিত হল স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) আফস্পা (AFSPA) জারির বিজ্ঞপ্তিতে। সম্প্রতি মনিপুরের বেশ কিছু এলাকায় সেনার প্রবেশ সমস্যাজনক হয়ে পড়লেও কোনও আলোচনার পথে হাঁটেনি দেশের প্রশাসন। ফলে মূলত কুকি (Kuki) অধ্যুষিত এলাকাগুলিতে সেনার বিশেষ ক্ষমতা প্রয়োগের পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ছাড় দেওয়া হয়েছে ৫ জেলার ১৩টি থানা এলাকাকে। ১ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে আগামী ছয়মাসের জন্য সেখানে জারি থাকছে আফস্পা।

মনিপুরের অশান্তির প্রত্যক্ষ প্রভাব পড়েছে প্রতিবেশী অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ও নাগাল্যান্ডে (Nagaland)। অরুণাচলের তিন জেলা – তিরাপ, চাংলং ও লংডিংসহ নামসাই জেলার তিনটি থানা এলাকায় জারি হচ্ছে আফস্পা। সেখানেও ছয়মাস জারি থাকবে এই আইন। একইভাবে আফস্পার অধীনে আসছে নাগাল্যান্ডের আট জেলা। সম্পূর্ণ না হলেও আরও পাঁচ জেলার ২১টি থানা এলাকায় ১ এপ্রিল থেকে এই নিয়ম লাগু হচ্ছে।

আফস্পা (AFSPA) জারি করে এইসব এলাকাকে নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। এর ফলে এই সব এলাকায় ক্ষমতা জারি রাখতে পারবে সেনাবাহিনী। সেই সঙ্গে যেমন খুশি গ্রেফতারি, এমনকি প্রয়োজনে গুলিও চালানোর অধিকার পাচ্ছে সেনা। এমনিতেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পর থেকেই রাষ্ট্রপতি শাসনে (president rule) মনিপুর। তার উপর এবার সেনার শাসনের ভোগান্তি শুরু উত্তর-পূর্বের তিন রাজ্যে।

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version