Monday, August 25, 2025

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন মানেই অফিস রুটের চেনা ব্যস্ততা, বাস- ট্যাক্সির ঝঞ্ঝাট এড়িয়ে মেট্রো ধরার হুড়োহুড়ি। কিন্তু আগামী সোমবার এইসবের ব্যতিক্রমী একদিন। রমজান শেষে খুশির ইদ (Eid ) উপলক্ষে ৩১ মার্চ দেশ জুড়ে ছুটির মেজাজ। তাই কলকাতা মেট্রো (Kolkata) সূচিতেও সেদিন রদবদলের ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। অন্যান্য দিনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (Dakshineswar to Kavi Subhash) চলাচলকারী ব্লু লাইনে মোট ২৬২টি ট্রেন চলাচল করে। কিন্তু ইদের দিন আপ ও ডাউনে মোট ১১৮ জোড়া ট্রেন অর্থাৎ ২৩৬টি মেট্রো চালানো হবে বলে খবর।

শনিবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ইদের দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬: ৫৫ মিনিটে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬: ৫০ মিনিটে।শেষ পরিষেবার ক্ষেত্রেও কোনও বদল হয়নি। গ্রিন লাইন ১- এ ইদের দিন মোট আপ এবং ডাউন মিলিয়ে ৯০ টি ট্রেন চালানো হবে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে ছটা পঞ্চান্ন মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর জন্য সকাল ৭টা পাঁচ মিনিটে মেট্রোর চাকা গড়াবে। ব্লু লাইনের মতোই এই রুটেও ও শেষ মেট্রো পরিষেবার সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। গ্রিন লাইন ২, পার্পল লাইন (জোকা থেকে তারাতলা) এবং অরেঞ্জ লাইনে ( কবি সুভাষ থেকে রুবি মোড় ) স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version