Thursday, August 21, 2025

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে লাশের স্তূপ, যুদ্ধবিরতির ঘোষণা জুন্টাবিরোধী সামরিক গোষ্ঠীর

Date:

Share post:

প্রকৃতির রোষানলে বিপর্যস্ত মায়ানমার (Myanmar Earthquake effect)। রবিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য বলছে মৃতের সংখ্যা প্রায় দুহাজারের কাছাকাছি পৌঁছেছে। চারিদিকে শুধুই ধ্বংসের চিহ্ন আর লাশের স্তূপ। আহত প্রায় সাড়ে তিন হাজারের বেশি। তছনছ মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার মায়ানমারের সামরিক জুন্টা সরকারের বিরোধী গোষ্ঠী পিডিএফ যুদ্ধবিরতির ঘোষণা করেছে। পিপলস ডিফেন্স ফোর্স (PDF) জানিয়েছে রবিবার ৩০ মার্চ থেকে আগামী দু সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। মায়ানমারের পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা (NDRF ) বাহিনীর ৮০ জনের একটি দল পাঠানো হচ্ছে।

শুক্রবারের জোরালো ভূমিকম্প এবং আফটার শকের ধাক্কা সামলে উঠতে পারিনি মায়ানমার। ধ্বংসস্তূপের মাঝে প্রানের খোঁজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। এখানকার দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ভূমিকম্পে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানকার অনেক এলাকায় উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি। আধুনিক যন্ত্রপাতি না থাকায় খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর মরিয়া চেষ্টা করছেন অনেকে।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভিস (Geological Service of USA) মনে পড়ছে মায়ানমারের মৃতের সংখ্যা দশ হাজারের কাছাকাছি পৌঁছে যেতে পারে। জুন্টার প্রধান আং লাইং শনিবার বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। ভারত প্রথম দফায় ১৫ টন সামগ্রী পাঠিয়েছে নয়া দিল্লি সূত্রে জানা যাচ্ছে, রবিবার আরও চারটি বিমান পাঠানো হতে পারে। চিন থেকে ৮২ জনের উদ্ধারকারী দল পৌঁছেছে মায়ানমারে। মালয়েশিয়া থেকেও ৫০ জনের একটি টিম সেখানে পৌঁছেছে । দক্ষিণ কোরিয়া কুড়ি লক্ষ ডলারের ত্রাণ পাঠানোর কথা জানিয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে আমেরিকাও।

-.

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...