Wednesday, November 12, 2025

ডিলারদের সমস্যায় ফেলে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা! কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে রেশন কর্মীরা

Date:

দেশজুড়ে রেশন ডিলারদের (Ration Dealers) ভাতে মারার পরিকল্পনা করে ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার (Government of India) । দিল্লিতে (Delhi) রেশনের চাল-গম দেওয়ার পরিবর্তে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ট্রান্সফার করার পথে এগোচ্ছে সরকার। এতে হাজার হাজার রেশন ডিলারদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।আশঙ্কার কথা মাথায় রেখে আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রেশন কর্মীরা। বাংলা মডেল অর্থাৎ ‘সবার জন্য রেশন’ এবং তামিলনাডু মডেল অর্থাৎ রেশন ডিলারদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এপ্রিল মাস থেকেই তাঁরা ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন (All India Fair Price Shop Dealers federation)।

দিল্লিকে সামনে রেখে প্রথমে দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, পরে ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যগুলিতে রেশনের পরিবর্তে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি নগদ টাকা ট্রান্সফারের জন্য কেন্দ্রের পরিকল্পনা আগে থেকেই জানা গেছিল। রাজধানীর জন্য ইতিমধ্যেই আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর মিলেছে। পাইলট প্রোজেক্ট হিসাবে কেন্দ্রশাসিত চণ্ডীগড়, পুদুচেরি ও লাক্ষাদ্বীপের কিছু অংশে রেশনের পরিবর্তে নগদের ব্যবস্থা চালুও হয়েছে। এরপর দেশ জুড়ে রেশন কর্মীরা সমস্যায় পড়বে বুঝতে পেরেই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন বড় পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের কথায়, প্রাথমিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন হবে কিন্তু কেন্দ্র না মানলে সে ক্ষেত্রে জঙ্গি আন্দোলনের মতো বড় ঘটনাও ঘটে যেতে পারে বলে হুঁশিয়ারি রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের! দীর্ঘদিন ধরে ডিলারদের কমিশন বাড়ানোর জন্য জন্য কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠিয়েও কোনও লাভ হয়নি।বাজেটেও রেশন ডিলারদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। সবমিলিয়ে দেশ জুড়ে এবার বড় আন্দোলনের পথে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version