Sunday, November 9, 2025

ডিলারদের সমস্যায় ফেলে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা! কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে রেশন কর্মীরা

Date:

দেশজুড়ে রেশন ডিলারদের (Ration Dealers) ভাতে মারার পরিকল্পনা করে ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার (Government of India) । দিল্লিতে (Delhi) রেশনের চাল-গম দেওয়ার পরিবর্তে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ট্রান্সফার করার পথে এগোচ্ছে সরকার। এতে হাজার হাজার রেশন ডিলারদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।আশঙ্কার কথা মাথায় রেখে আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রেশন কর্মীরা। বাংলা মডেল অর্থাৎ ‘সবার জন্য রেশন’ এবং তামিলনাডু মডেল অর্থাৎ রেশন ডিলারদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এপ্রিল মাস থেকেই তাঁরা ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন (All India Fair Price Shop Dealers federation)।

দিল্লিকে সামনে রেখে প্রথমে দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, পরে ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যগুলিতে রেশনের পরিবর্তে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি নগদ টাকা ট্রান্সফারের জন্য কেন্দ্রের পরিকল্পনা আগে থেকেই জানা গেছিল। রাজধানীর জন্য ইতিমধ্যেই আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর মিলেছে। পাইলট প্রোজেক্ট হিসাবে কেন্দ্রশাসিত চণ্ডীগড়, পুদুচেরি ও লাক্ষাদ্বীপের কিছু অংশে রেশনের পরিবর্তে নগদের ব্যবস্থা চালুও হয়েছে। এরপর দেশ জুড়ে রেশন কর্মীরা সমস্যায় পড়বে বুঝতে পেরেই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন বড় পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের কথায়, প্রাথমিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন হবে কিন্তু কেন্দ্র না মানলে সে ক্ষেত্রে জঙ্গি আন্দোলনের মতো বড় ঘটনাও ঘটে যেতে পারে বলে হুঁশিয়ারি রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের! দীর্ঘদিন ধরে ডিলারদের কমিশন বাড়ানোর জন্য জন্য কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠিয়েও কোনও লাভ হয়নি।বাজেটেও রেশন ডিলারদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। সবমিলিয়ে দেশ জুড়ে এবার বড় আন্দোলনের পথে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version