শনির সাড়ে সাতি-সূর্যগ্রহণ, পূণ্যলাভে শিশুকে বলি দেওয়ার ছক: ধৃত তান্ত্রিক

এই দিনে শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছেন

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই বছর শনি অমাবস্যায় সূর্যগ্রহণের একটি চমৎকার কাকতালীয় সংযোগের ঘটনা ঘটল।জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে, এই বছর ২৯ মার্চ প্রথম সূর্যগ্রহণ হয়েছে। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন যে এটি একটি আংশিক সূর্যগ্রহণ ছিল। কারণ, এবার শনি (Saturn) অমাবস্যায় সূর্যগ্রহণের (solar eclipse) একটি বিশেষ কাকতালীয় সংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও, এই দিনেই শনিদেব আড়াই বছর পর রাশি পরিবর্তন করেছেন। এই দিনে শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছেন।

এমন একটি কাকতালীয় সংযোগকে কাজে লাগিয়ে এক তান্ত্রিক চেয়েছিলেন পূণ্যলাভ করতে। এর সেই কাজ করতে গিয়ে একেবারে চার বছরের এক শিশুকে বলি দেওয়ার চেষ্টা। এই অভিযোগে ইতিমধ্যেই শনিবার রাতে চন্দ্রকোনা রোডের সারগা গ্রাম থেকে রঞ্জিত রুইদাস নামে বছর ৫০এর এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, প্রতিবেশী আত্মীয়ের এক চারবছরের শিশুকে নিজের বাড়ির চিলে কোঠায় নিয়ে গিয়েছিলেন। তারপর তাকে সিঁদুর মাখিয়ে তন্ত্র সাধনা করার চেষ্টা করছিলেন।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির হদিশ পায় নি। পরে তাকে রঞ্জিতের বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটির গোটা শরীর সিঁদুর মাখা অবস্থায় ছিল।জানা গিয়েছে, সরগা গ্রামের এক মহিলা তার দুধের শিশুকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে কাজে বের হন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন বাচ্চাটি ঘরে নেই। শুরু হয় খোঁজাখুঁজি। তখনই এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়ির জানলায় সিঁদুর মাখা অবস্থায় শিশুটি বসে আছে। এরপরই রঞ্জিতের বাড়িতে চড়াও হয় স্থানীয়রা। হাতেনাতে তাকে ধরে চলে বেধড়ক মারধর।

প্রাথমিকভাবে অনুমান, সূর্যগ্রহণের দিন তন্ত্রসাধনা সেরে শিশুটিকে বলি দেওয়ার ছক কষেছিল ওই প্রৌঢ়। স্থানীয়দের তৎপরতায় সেই ছক ভেস্তে গিয়েছে। ক্ষিপ্ত গ্রামবাসীরা রঞ্জিতকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। শুরু হয়েছে তদন্ত। পুলিশ রঞ্জিতের পরিবারের বেশ কয়েকজন সদস্যকে এই কাজে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।