Saturday, November 15, 2025

চারু মার্কেট এলাকায় যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, মোবাইল ফোনের হদিশ নেই

Date:

কলকাতার চারু মার্কেট এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। কেন ওই যুবকের মৃত্যু হল তা জানা না গেলেও, ঘটনার শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। শনিবার এই মৃতদেহ উদ্ধার হয় দেশপ্রাণ শাসমল রোডের একটি ভাড়া বাড়ির ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম অবিনাশ বাউরী। বয়স ২২ বছর। চারু মার্কেট(CHARU MARKET) থানার একটি বহুতলে ওই যুবকের দেহ উদ্ধার হয়। মৃতার মোবাইল ফোনটির কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, যুবকের ফোন হাতিয়ে পালিয়েছে খুনি।

আরও জানা গিয়েছে, আসানসোলের(ASANSO0L) বাসিন্দা ওই যুবক বেশ কয়েক বছর ধরে ব্যবসায়ী কুশাল ছাবরার ফ্ল্যাটে পরিচারকের কাজ করত। ওই আবাসনের ছয় তলায় স্ত্রী এবং ছেলেকে নিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন ওই ব্যবসায়ী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ফ্ল্যাটে পরিচারক অবিনাশ একাই ছিলেন। ব্যবসায়ীর স্ত্রী ও পুত্র বাপের বাড়িতে এবং ঘটনার সময় ব্যবসায়ী দোকানে ছিলেন। ওই ব্যবসায়ী জানিয়েছেন, বহুবার ফোন করেও তিনি অবিনাশের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তারপর তিনি গাড়ির ড্রাইভারকে(CAR DRIVER) খোঁজ নেওয়ার জন্য ফ্ল্যাটে পাঠান। ড্রাইভার গিয়ে দেখে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ। অনেকবার বেল বাজানোর পরও কেউ দরজা খোলেনি। চালক আবাসনের কেয়ারটেকারকে বিষয়টি জানান। এরপর কেয়ারটেকার নকল চাবি দিয়ে দরজা খুলতেই পরিচারকের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের প্রাথমিক অনুমান, এটি খুনের ঘটনা। কারণ, ওই যুবকের গলায় এবং মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট। তাছাড়া দেহ রক্তে ভেসে যাচ্ছিল। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ। যুবকের বাবা সুধীর বাউরী বলেন, কয়েকদিনের মধ্যেই ছেলের আসানসোলের বাড়িতে আসার কথা ছিল। তার আগেই খুন। কে বা কারা জড়িত আমরা জানি না। আমরা বিচার চাই। পুলিশ দোষীদের খুঁজে বার করুক।

 

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version