Tuesday, August 26, 2025

শেন ওয়ার্নের মৃ.ত্যুর তিন বছর পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য, একটি বোতল ঘিরে রয়েছে র.হস্য

Date:

শেন ওয়ার্নের মৃত্যুর তিন বছর পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, শেন ওয়ার্নের মৃত্যুর সময় তাঁর থাইল্যান্ডের ঘরে একটি বোতল ছিল। আর জানা যাচ্ছে, সেটা নাকি সরিয়ে নেওয়া হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ অফিসারকে সেই বোতলটি সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, ওই বোতলে ‘কামাগ্রা’ নামের একটি যৌন শক্তিবর্ধক ওষুধ ছিল। এক পুলিশ অফিসার এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, উপর মহল থেকে ওষুধটি সরিয়ে দেওয়ার আদেশ এসেছিল।

২০২২ সালে ৪ মার্চ মারা যান শেন ওয়ার্ন। থাইল্যান্ডে প্রয়াত হন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তাঁর। থাইল্যান্ডের একটি হোটেলে তাঁর দেহ পাওয়া গিয়েছিল। সূত্রের খবর, সেই হোটেলের ঘরে একটি বোতলও পাওয়া যায়। জানা যাচ্ছে, যৌনক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ ছিল ওই বোতলে। ওয়ার্নের মৃত্যুর নেপথ্যে এই ওষুধের ভূমিকা ছিল বলে দাবি করা হচ্ছে নতুন রিপোর্টে।

এই নিয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পুলিশকর্মী বলেন, “আমাদের সিনিয়রেরা বলেছিল বোতলটা সরিয়ে দিতে। উপরমহল থেকে নির্দেশ এসেছিল। অস্ট্রেলিয়ার সিনিয়র তদন্তকারী আধিকারিকদের থেকে এমন নির্দেশ এসেছিল বলে মনে হয়। ওরা চায়নি ওয়ার্নের নাম খারাপ হোক। সেই কারণেই শুধু হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছিল। হৃদরোগের কারণ প্রকাশ্যে আনা হয়নি। কামাগ্রার কথা কেউ বলবে না। অনেক প্রভাবশালী ব্যক্তি এটার সঙ্গে জড়িত ছিলেন।“ তিনি আরও বলেন, “ আমরা জানি না, ওয়ার্ন ওই ওষুধ কতটা খেয়েছিলেন। তবে ঘটনাস্থলে বমি ও রক্ত ছিল।“

আরও পড়ুন- একই ভুল হার্দিকের, গুজরাতের বিরুদ্ধে হারের পর মোটা জরিমানা মুম্বই অধিনায়কের

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version