বাংলার মাটিতে ধর্মীয় সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই। রেড রোড থেকে বিজেপির পরিকল্পিত অশান্তির চেষ্টাকে কড়া চ্যালেঞ্জ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্ররোচনায় পা না দেওয়ার বার্তা ইদের শুভেচ্ছা অনুষ্ঠান থেকে দেওয়ার জন্য নিজের উদাহরণ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডে (Oxford University) ধর্মের প্রশ্নে তাঁর দেওয়া উত্তরকে মনে করিয়ে বাম-রামকে তুলোধনা মমতার।

অক্সফোর্ডের কেলগ কলেজে (Kellogg College) যেভাবে বাম ও রাম পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা করেছিল, তা বক্তৃতা মঞ্চ থেকেই তুলে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কথাই রেড রোড থেকে স্মরণ করিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাম-রাম (CPIM-BJP) একসাথে গিয়েছিল। কলকাতা থেকে টিকিট কেটে। আমাকে জিজ্ঞাসা করেছিল আপনি কী হিন্দু (Hindu)। আমি গর্বের সঙ্গে বলেছি আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি ইশাই। আমি ভারতীয় (Indian)।

বামেদের ধর্ম নিরপেক্ষতার (secularism) বার্তা যে কতটা ফাঁপা, তা বিজেপির সঙ্গে একজোট হওয়ার ঘটনায় বারবার প্রমাণিত হয়েছে। রেড রোডের অনুষ্ঠান থেকে বামেদের ধর্ম নিরপেক্ষতার মুখোশকে কটাক্ষ মমতার। তিনি বলেন, এটা অত্যন্ত লজ্জার। দুঃখের কথা। লালপার্টি আগে ধর্ম নিরপেক্ষতার (secularism) বড় বড় কথা বলত। আজ লাল আর গেরুয়া এক হয়ে গিয়েছে। হতে দিন। আমরা একাই লড়াই করব জীবন বাজি রেখে।

বিজেপি শাসিত রাজ্যে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়েও এদিন বিজেপিকে এক হাত নেন বাংলার মুখ্যমন্ত্রী। যোগীরাজ্যে নমাজ ও মাংসে নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, কে কী খাবে, কে কী করবে, তা নিয়ে আপনারা নির্মমতা করেন। সংবিধানকে মনে করুন। সংবিধান বলে আমরা ধর্ম নিরপেক্ষ (secular)। নবরাত্রী চলছে। আমি তাঁদেরও শুভ কামনা জানাই। কিন্তু তার জন্য অশান্তি হোক আমরা চাই না। সেটা নির্দিষ্ট একটা রাজনৈতিক দল চায়।


গোটা রাজ্যে বিজেপি যেভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, তাতে সব সম্প্রদায়কে অশান্তি এড়িয়ে চলার বার্তা দেন মুখ্যমন্ত্রী। কোনও প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দেন তিনি। ইদে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গোটা রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখায় জোর দেন তিনি। সেই সঙ্গে আবেদন করেন, সংখ্যাগরিষ্ঠদের (majority Hindu) ধর্ম সংখ্যালঘুকে নিরাপত্তা দেওয়া।


–

–

–

–
–

–
