Saturday, August 23, 2025

মুখ্যমন্ত্রীর মন্তব্যের অপব্যাখ্যা! বিজেপির মিথ্যাচারের পাল্টা ধুয়ে দিল তৃণমূল

Date:

Share post:

ধর্মীয় ভেদাভেদের রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না। সোমবার, ইদের দিন রেড রোডের নমাজপাঠের অনুষ্ঠান নিয়ে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “এক জুমলা পার্টি ইচ্ছে করে নোংরা ধর্ম বানিয়েছে। আমি সেই ধর্ম মানি না। কেউ দাঙ্গায় প্ররোচনা দিলে পায়ে পা লাগাবে না।” এই মন্তব্যের অপব্যাখ্যা করেছে বিজেপি (BJP)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) এই মন্তব্যের অপব্যাখ্যা করে হাওয়া গরম করার চেষ্টা করেন। এর পাল্টা ধুয়ে দেয় তৃণমূল (TMC)। দলের রাজ্য সম্পাদক বলেন, বিজেপি হিন্দুত্বের ভোট মার্কেটিং-এ বিশ্বাস করেন না দলনেত্রী, বিশ্বাস করে না তৃণমূল।

এদিন, রেড রোডে ভাষণে মমতা বলেন, “এক জুমলা পার্টি ইচ্ছে করে নোংরা ধর্ম বানিয়েছে। আমি সেই ধর্ম মানি না। কেউ দাঙ্গায় প্ররোচনা দিলে পায়ে পা লাগাবে না। এগুলো সব চক্রান্ত। এতে পা দেবেন না। বাংলায় দাঙ্গা হলে রাষ্ট্রপতি শাসন দাবি করে। মণিপুরে কী হল, উত্তরপ্রদেশ, বিহারে কী হল?” একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “নবরাত্রি চলছে। আমি শুভেচ্ছা জানাই। আমি সবাইকে নিয়ে চলবে। সবার সঙ্গে থাকব। সবকা সাথ সবকা বিকাশ জুমলা মিথ্যে স্লোগান। রামকৃষ্ণ, বিবেকানন্দের ধর্ম মানি। কোনওরকম দাঙ্গা করতে দেবেন না। যে চিৎকার করে, তাকে চিৎকার করতে দিন।” অর্থাৎ ভেদাভেদের রাজনীতি নয়, রামকৃষ্ণ পরমহংস দেবের “যত মত, তত পথ”-এর বাণীই তিনি মেনে চলেন বলে বার্তা দিয়েছেন মমতা।

কিন্তু এই মন্তব্যের বিকৃত ব্যাখ্যা করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “কোন ধর্ম নোংরা? রেড রোডে মুসলিম সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে যাচ্ছেতাই অস্পষ্ট উর্দু বলেছেন। কিন্তু নোংরা ধর্ম বলতে কোন ধর্মকে বোঝালেন?”

এর পাল্টা তোর দেগেছে তৃণমূল। তীব্র আক্রমণ করে দলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, বিজেপি ধর্মীয় ভেদাভেদের রাস্তায় হাঁটে। ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে। বাংলায় প্রত্যাখ্যাত হয়ে এখন বঞ্চনা করছে। কুণাল ঘোষের (Kunal Ghosh) কথায়, সাধারণ মানুষের রোটি-কাপড়া-মকানের দাবি থেকে সরে ধর্ম নিয়ে রাজনীতি করছে গেরুয়া শিবির।

এর পরেই কুণাল সরাসরি বলেন, মুখ্যমন্ত্রীর কথায় বিকৃত, অপব্যাখ্যা করছেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন তিনি স্বামী বিবেকান্দ শ্রীরামকৃষ্ণের ধর্মকে বিশ্বাস করেন। বিজেপি হিন্দুত্বের ভোট মার্কেটিং-কে নয়। বিজেপি ভেদাভেদের কথা বলে। তাঁদের ধর্ম ভেদাভেদ ধর্ম। এর পরেই সুর চড়িয়ে কুণাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হিন্দু ধর্ম শেখাতে আসবেন না। তিনি বিদেশ সফরেও উপোসের দিন উপোস করেন। তাঁকে যেন কেউ হিন্দুত্ব না শেখায়। যে রেড রোডে ইদের শুভেচ্ছা জানাতে যান, সেখানেই দুর্গাপুজোর কার্নিভাল করেন মুখ্যমন্ত্রী- বিজেপি অপপ্রচার উড়িয়ে জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
আরও খবরআজ খুশির ইদ, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...