Sunday, August 24, 2025

তিনদিন পরেও মায়ানমারে চলছে উদ্ধারকাজ: মৃতের সংখ্যা ২ হাজার পার

Date:

Share post:

ভূমিকম্পের পর তিনদিন পার। ধ্বংসস্তূপ সরিয়ে মায়ানমারে উদ্ধারকাজ এখনও চলছে। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভূমিকম্পে মৃতের সংখ্যা। শুক্রবার থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২,০৫৬। সেই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।ভূমিকম্পে আহত হয়েছেন, ৩,৯০০ জন। এখনও নিখোঁজ প্রায় ৩০০ জন। এক সপ্তাহ ধরে জাতীয় শোক পালনের কথা বিবৃতি দিয়ে ঘোষণা করেছে জুন্টা সরকার।একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক মহিলাকে। প্রায় ৬০ ঘণ্টা তিনি চাপা পড়েছিলেন ম্যান্ডালে এলাকায় একটি হোটেলের ধ্বংসস্তূপের নিচে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

ভূমিকম্পের প্রভাব পড়েছে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। সেখানে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১৮। তবে নির্মীয়মাণ স্কাইস্ক্রেপার ভেঙে পড়ায় আরও ৭৬ জন চাপা পড়ে রয়েছেন বলে প্রশাসনের অনুমান। তাদের উদ্ধার করার চেষ্টা চালছে।শুক্রবার মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল, তার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। উৎসস্থল ছিল মায়ানমারের মান্দালয় শহরের কাছে। সেই থেকে এখনও পর্যন্ত প্রায় ১৫ বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটার শক) হয়েছে। সেই কম্পনের জেরে ভেঙে পড়েছে হাজার হাজার বাড়ি, বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার। ফাটল ধরেছে সড়ক, সেতুতে। যোগাযোগ বিচ্ছিন্ন বিস্তৃত এলাকা। ঘরছাড়া হাজার হাজার মানুষ। রাজধানী নেপিডোয়ে এখনও বহু মানুষ ত্রাণ শিবিরে রাত কাটাচ্ছেন।

গৃহযুদ্ধে বিধ্বস্ত মায়ানমারে ৬ এপ্রিল পর্যন্ত সরকারি দফতর, সৌধে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। দুনিয়ার সব দেশ, স্বেচ্ছাসেবী সংগঠনকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছে। ভারত ইতিমধ্যে সাহায্য পাঠিয়েছে সে দেশে। সাহায্য করছে রাষ্ট্রপুঞ্জ।উদ্ধারকারীদের অনুমান, অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। তাঁদের খুঁজে বার করার মরিয়া চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।ভূমিকম্পে মায়ানমারে মৃতদের মধ্যে তিন জন চিনের নাগরিক। এমনটাই জানিয়েছে চিনের স্থানীয় সংবাদমাধ্যম। ফ্রান্সের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভূমিকম্পে তাদেরও দু’জন নাগরিক মারা গিয়েছেন।

 

spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...