Thursday, August 21, 2025

গতকাল রাজস্থান রয়্যালসের কাছে হারের ফলে আইপিএল-এ টানা দু’ম্যাচে হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। আইপিএল-এ প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে জয়ের পর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের কাছে হারের মুখ দেখে সিএসকে। আর চেন্নাই হারতেই বইছে সমালোচনার ঝড়। বিশেষ করে প্রশ্ন উঠছে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে। কারণ চলতি আইপিএল-এ কখনও তিনি নামছেন ৯ নম্বরে, কখনও-বা ৭ নম্বরে। আর দুটো ম্যাচেই রান তাড়া করে জিততে পারেনি। আর এই হারের পর ধোনিকে খোঁচা ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের।

চেন্নাইয়ের হারের পর সেহবাগ বলেন, “ ২ ওভারে ৪০ রান করা কঠিন কাজ। যত বড় ক্রিকেটার থাক না কেন, কাজটা কঠিন। দুয়েকবার হতে পারে। ধোনি একবার অক্ষর প্যাটেলের ওভারে ২৪-২৫ রান তুলেছিল, আরেকবার ইরফান পাঠানের ওভারে ১৯-২০ রান তুলেছিল। কিন্তু এক-দুটো ম্যাচের বাইরে আর কোনও উদাহরণ মনে আছে কি? গত পাঁচ বছরে সিএসকে ১৮০-র উপরে রান তাড়া করতে পারেনি।“

গতকাল প্রথমে ব্যাট করে ১৮২ রান করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ১৭৬ রানে গুটিয়ে যায় সিএসকে। এদিকে এই হারের কারণ হিসাবে দলের ওপেনিং ব্যাটিং লাইনকেই তুলে ধরলেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। সিএসকে অধিনায়ক বলেন, “গত কয়েক বছরে তিন নম্বরে অজিঙ্ক রাহানে খেলত। মিডল অর্ডার সামলে রাখত অম্বাতি রায়ডু। তাই আমরা ভেবেছিলাম, এই মরশুম থেকে আমি মিডল অর্ডারে খেলব। কারণ, যে রকম পরিস্থিতি থাকবে সেই অনুযায়ী খেলতে হবে। ওপেন করতে নেমে ত্রিপাঠী দ্রুত রান করবে। সে যাই হোক, প্রতিটা ম্যাচেই আমাকে শুরুর কয়েক ওভারেই নামতে হচ্ছে। আমরা নিলামের সময় ঠিক করে নিয়েছিলাম, আমার ভূমিকা হবে ইনিংস ধরে খেলা। কিন্তু সেটা হচ্ছে না। ওপেনিং জুটি রান তুলতে না পারায় বড় রান করতে সমস্যা হচ্ছে।“

আরও পড়ুন- ইদের দিনে জমিয়ে বিরিয়ানি রান্না রিঙ্কুর, ভিডিও পোস্ট কলকাতার

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version