চাঁদিফাটা গরম থেকে খানিকটা মুক্তির ইঙ্গিত আবহাওয়া দফতরের পূর্বাভাসে (forecast)। যদিও সোমবার তাপমাত্রায় পরিবর্তন নেই বলেই জানানো হয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি হওয়ার পূর্বাভাস। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস (weather change) রয়েছে।

রবিবারের প্রবল রোদ থেকে খানিকটা স্বস্তি মিলেছে সোমবার। সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ (cloudy sky) দেখা গিয়েছে। কলকাতার তাপমাত্রা (temperature) ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস (forecast) রয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে চল্লিশের কাছাকাছি থাকবে তাপমাত্রার পারদ।

উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার (temperature) হেরফের হওয়ার পূর্বাভাস নেই। তবে সেখানে শুকনো গরম (dry hot) থাকার পূর্বাভাস রয়েছে। গোটা সপ্তাহে একই রকম আবহাওয়ার পূর্বাভাস। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। মঙ্গলবার সামান্য কমবে তাপমাত্রা। বৃহস্পতিবারের পরে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস (rain forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এপ্রিলের শুরুতে গরম থেকে কিছুটা স্বস্তির ইঙ্গিত।


–


–

–

–

–
–

–
