সারাবছর নতুন এবং পুরোনো বইয়ের (Book) গন্ধে ম-ম করে কলেজস্ট্রিট বইপাড়া। বছরভর সেখানে চলে অঘোষিত বইমেলা। কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়ার কলেজস্কোয়ার প্রাঙ্গণ বিদ্যাসাগর উদ্যানে শুরু হল বইমেলা, ‘বইপাড়ায় বই উৎসব’। আয়োজনে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। সহযোগিতায় কলকাতা পুরসভা। মঙ্গলবার বসন্ত-সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় (Sanjeev Chatterjee)। ব্যক্তিগত স্মৃতি রোমন্থনের পাশাপাশি তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমি বই পড়তে ভালোবাসি। আমার বাড়ির লাইব্রেরিতে প্রায় কুড়ি হাজার বই আছে। এই বইমেলা আসলে বই-পার্বণ। এসে খুব ভালো লাগছে।”
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় (Tridiv Chatterjee) বলেন, “২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে আমরা কলেজস্ট্রিটে এই মেলা শুরু করি। বিভিন্ন সময় নাম বদলেছে। একটা সময় এই মেলা অনুষ্ঠিত হত বাংলা নববর্ষে। বসন্তেও আয়োজিত হয়েছে। দোল উৎসবের সময়। এবার আয়োজন করা হয়েছে চৈত্রের মাঝামাঝি। কলকাতার প্রতিষ্ঠিত পুস্তক প্রকাশন সংস্থাগুলো অংশ নিচ্ছে। পাঠকরা কুড়ি শতাংশের বেশি ছাড়ে বই (Book) কেনার সুযোগ পাবেন।”
আরও খবর: মুহূর্তের ভুল! কর্মজীবনের শেষদিনেই চালক গঙ্গেশ্বরের জীবনের ইতি
–
–
–
–
–
–