Friday, August 22, 2025

বইমেলা আসলে বই-পার্বণ: ‘বইপাড়ায় বই উৎসব’-এর সূচনায় বললেন সঞ্জীব

Date:

সারাবছর নতুন এবং পুরোনো বইয়ের (Book) গন্ধে ম-ম করে কলেজস্ট্রিট বইপাড়া। বছরভর সেখানে চলে অঘোষিত বইমেলা। কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়ার কলেজস্কোয়ার প্রাঙ্গণ বিদ্যাসাগর উদ্যানে শুরু হল বইমেলা, ‘বইপাড়ায় বই উৎসব’। আয়োজনে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। সহযোগিতায় কলকাতা পুরসভা। মঙ্গলবার বসন্ত-সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় (Sanjeev Chatterjee)। ব্যক্তিগত স্মৃতি রোমন্থনের পাশাপাশি তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমি বই পড়তে ভালোবাসি। আমার বাড়ির লাইব্রেরিতে প্রায় কুড়ি হাজার বই আছে। এই বইমেলা আসলে বই-পার্বণ। এসে খুব ভালো লাগছে।”

বিধায়ক দেবাশিস কুমার (Debashis Kumar) বলেন, “আমি থাকি গড়িয়াহাটের কাছে। ওখানে বিভিন্ন দোকানে এখন চৈত্র সেল চলছে। এই মেলাতেও বইয়ের উপর বিশেষ ছাড় দিলে আরও বেশি পাঠকের সমাগম ঘটবে।” ছিলেন কবি জয় গোস্বামী বলেন, কবি সুবোধ সরকার, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক বিনতা রায়চৌধুরী, সাহিত্যিক অমর মিত্র, সাহিত্যিক নলিনী বেরা, সাহিত্যিক জয়ন্ত দে, কলকাতা পুরসভার প্রতিনিধি সুপর্ণা দত্ত প্রমুখ।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় (Tridiv Chatterjee) বলেন, “২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে আমরা কলেজস্ট্রিটে এই মেলা শুরু করি। বিভিন্ন সময় নাম বদলেছে। একটা সময় এই মেলা অনুষ্ঠিত হত বাংলা নববর্ষে। বসন্তেও আয়োজিত হয়েছে। দোল উৎসবের সময়। এবার আয়োজন করা হয়েছে চৈত্রের মাঝামাঝি। কলকাতার প্রতিষ্ঠিত পুস্তক প্রকাশন সংস্থাগুলো অংশ নিচ্ছে। পাঠকরা কুড়ি শতাংশের বেশি ছাড়ে বই (Book) কেনার সুযোগ পাবেন।”

সবাইকে ধন্যবাদ জানান, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে। বই উৎসব চলবে ৭ এপ্রিল পর্যন্ত। খোলা থাকছে প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৮টা। প্রথমদিন বইপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও খবর: মুহূর্তের ভুল! কর্মজীবনের শেষদিনেই চালক গঙ্গেশ্বরের জীবনের ইতি

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version