Saturday, December 13, 2025

কেন্দ্রীয় মন্ত্রীর মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ! স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবে তৃণমূল

Date:

Share post:

বাংলার মনরেগা প্রকল্পের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেন্নাসানির মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। সংসদে দাঁড়িয়ে পেন্নাসানি দাবি করেছিলেন যে, মোদি সরকার বাংলাকে মনরেগা প্রকল্পে প্রচুর টাকা দিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ বাপী হালদার সেই বক্তব্য খণ্ডন করে গ্রামোন্নয়ন মন্ত্রকের লিখিত জবাব তুলে ধরেন।

লিখিত জবাবে স্পষ্ট করা হয় যে, গত তিন বছরে বাংলাকে কেন্দ্র কোনো মনরেগা টাকা দেয়নি। এতে মন্ত্রীর বক্তব্যের প্রতিফলন ধরা পড়ে এবং পেন্নাসানির মিথ্যাচারকে সামনে এনে তৃণমূল সাংসদ বাপী হালদার সংসদে জোরালো প্রতিবাদ জানান।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীর মিথ্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবির ক্ষোভে ফেটে পড়েছে। দলটি এখন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চলেছে। সংসদীয় সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার লোকসভায় তৃণমূল সাংসদ বাপী হালদার এই প্রস্তাবের নোটিশ পেশ করার পরিকল্পনা করেছেন।

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘মোদি সরকার বাংলাকে মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা কখনোই এই মিথ্যাচারের কাছে মাথা নত করব না।’’

এদিকে, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকার একাধিকবার বাংলাকে প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া টাকা আটকে রেখেছে, যার কারণে রাজ্যের জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে।

আরও পড়ুন – ইডেনে আইপিএল টিকিটের দাম কমল, জেনে নিন কত হল

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কলকাতায় মেসি, শুধু সেই কারণেই নেপাল থেকে ছুটে এলেন ভক্ত

বুকের মধ্যে মেসি। আর সেই রাজপুত্র আসছেন প্রতিবেশী দেশ ভারতে। এ সুযোগ হাতছাড়া করতে চাননি নেপালের (Nepal) আয়ুষ।...

আওয়ামি লীগ জমানার শেষে বাংলাদেশে তারেকের প্রত্যাবর্তন: অসুস্থ মাকে দেখতে বড়দিনে ফিরছেন

চলতি মাসেই বাংলাদেশে ফিরছেন খালেদা-পুত্র তারেক রহমান। বড়দিনে ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার ঘোষণা করা হল বিএনপি-র (BNP)...

মেসি জ্বরে কাঁপছে মহানগর: যুবভারতীতে এক জার্সিতে আর্জেন্টিনার সঙ্গে ইস্ট-মোহন

জয়িতা মৌলিক ফুটবলের রাজপুত্র এসেছেন ভারতের ফুটবল মক্কায়। মেসি জ্বরে কাঁপছে কলকাতা। শুক্রবার, এখানেই বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবেন লিওনেল মেসি।...

শহরে পৌঁছলেন কিং খান: যোগ দেবেন ‘গোট কনসার্ট’-এ

মধ্যরাতে শহরে পৌঁছেছেন লিওনেল মেসি (Lionel Messi)। রাত জেগেছে তিলোত্তমা কলকাতা। ভোর থেকে উপচে পড়া ভিড় যুবভারতী ক্রীড়াঙ্গন...